মাদারীপুরে বাংলানিউজ২৪ এর জামালপুর প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জুন) সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তরা, অবিলম্বে সাংবাদিক নাদিম হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদারীপুর সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মাওলা আকন্দ, মাদারীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেন বিলাস, মাদারীপুর মৈত্রিমিডিয়া সেন্টারের সাধারণ সম্পাদক মো. আরাফাত হোসেন। এসময়ে মানববন্ধনে মাদারীপুর জেলায় কর্মতর বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে এটিএন নিউজের মাদারীপুর প্রতিনিধি জহিরুল ইসলামের সঞ্চালনায় সমাপনী বক্তব্য রাখেন বাংলানিউজ২৪ এর মাদারীপুর প্রতিনিধি ইমতিয়াজ আহমেদ।