কক্সবাজারে দেয়াল চাপায় স্কুলছাত্রীর মৃত্যু

কনক বড়ুয়া জেলা প্রতিনিধি, কক্সবাজার
কক্সবাজারে দেয়াল চাপায় স্কুলছাত্রীর মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় মাটির দেয়াল চাপা পড়ে আরেফা আক্তার নামের তৃতীয় শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছেন।

আজ শনিবার (১৭ জুন) সকালে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া জুম্মাপাড়ার কালাচাঁন্দপাড়ায় এ ঘটনা ঘটে।

এসব তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

আরেফা ওই গ্রামের মো. শাজাহানের মেয়ে। তিনি স্থানীয় আবদুর রহমান বদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আগে পাহাড়ের উপরে আরেফাদের বাড়ি ছিল। পরে নতুন বাড়ি করে পাহাড়ের মাটি বিক্রি করে দেয়। সেখানে একটি গর্ত হয়। আজ সেই গর্তে বসে খেলার সময় হালকা বৃষ্টির মধ্যে হঠাৎ দেয়াল ধসে আরেফা চাপা পড়ে। পরে তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কক্সবাজারে দেয়াল চাপায় স্কুলছাত্রীর মৃত্যু

কক্সবাজারে দেয়াল চাপায় স্কুলছাত্রীর মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় মাটির দেয়াল চাপা পড়ে আরেফা আক্তার নামের তৃতীয় শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছেন।

আজ শনিবার (১৭ জুন) সকালে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া জুম্মাপাড়ার কালাচাঁন্দপাড়ায় এ ঘটনা ঘটে।

এসব তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

আরেফা ওই গ্রামের মো. শাজাহানের মেয়ে। তিনি স্থানীয় আবদুর রহমান বদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আগে পাহাড়ের উপরে আরেফাদের বাড়ি ছিল। পরে নতুন বাড়ি করে পাহাড়ের মাটি বিক্রি করে দেয়। সেখানে একটি গর্ত হয়। আজ সেই গর্তে বসে খেলার সময় হালকা বৃষ্টির মধ্যে হঠাৎ দেয়াল ধসে আরেফা চাপা পড়ে। পরে তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত