গোপালগঞ্জে হাসপাতালের ভেতর রোগী-কর্মচারীর ওপর হামলা

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
গোপালগঞ্জে হাসপাতালের ভেতর রোগী-কর্মচারীর ওপর হামলা

গোপালগঞ্জের কাশিয়ানীতে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা চিকিৎসা নিতে হাসপাতালে গেলে সেখানে দ্বিতীয় দফায় পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।

হাসপাতালে হামলার ঘটনায় দুই রোগীসহ প্রতিষ্ঠানটির এক কর্মচারী আহত হয়েছেন। শনিবার (১৭ জুন ) দুপুরে কাশিয়ানী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ, হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে কাশিয়ানী সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য জামাল শেখ ও সাবেক ইউপি সদস্য মিজানুর রহমানের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে শনিবার সকালে দুই পক্ষই দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে পাল্টাপাল্টি হামলায় জড়ায়। এতে নারীসহ উভয়পক্ষের অন্তত ১০ আহত হয়েছেন।

সংঘর্ষে আহত সাবেক ইউপি সদস্য মিজানুরের সমর্থক আব্দুস ছত্তার (৫৫) ও তার ছেলে আব্দুল্লাহকে (২৫) কাশিয়ানী হাসপাতালে নেওয়া হলে সেখানে ইউপি সদস্য জামাল ও তার লোকজন ফের হামলা চালান। হামলা ঠেকাতে গিয়ে এ সময় আহত হন হাসপাতালের কর্মচারী নাদিম হোসেন।

আহত কর্মচারী (ওয়ার্ড মাস্টার) নাদিম হোসেন ঢাকা ট্রিবিউনকে বলেন, “হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা এক বৃদ্ধকে কিছু লোকজন বেধড়ক মারধর করছিল। ঠেকাতে গেলে তারা আমাকেও মারধর করেন। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।”

কাশিয়ানী হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “হাসপাতালের জরুরি বিভাগের সামনে রোগী ও হাসপাতালের কর্মচারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। বিষয়টি থানা পুলিশকে জানিয়েছি।”

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম ঢাকা ট্রিবিউনকে বলেন, “বর্তমান ও সাবেক ইউপি সদস্যের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

গোপালগঞ্জে হাসপাতালের ভেতর রোগী-কর্মচারীর ওপর হামলা

গোপালগঞ্জে হাসপাতালের ভেতর রোগী-কর্মচারীর ওপর হামলা

গোপালগঞ্জের কাশিয়ানীতে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা চিকিৎসা নিতে হাসপাতালে গেলে সেখানে দ্বিতীয় দফায় পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।

হাসপাতালে হামলার ঘটনায় দুই রোগীসহ প্রতিষ্ঠানটির এক কর্মচারী আহত হয়েছেন। শনিবার (১৭ জুন ) দুপুরে কাশিয়ানী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ, হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে কাশিয়ানী সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য জামাল শেখ ও সাবেক ইউপি সদস্য মিজানুর রহমানের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে শনিবার সকালে দুই পক্ষই দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে পাল্টাপাল্টি হামলায় জড়ায়। এতে নারীসহ উভয়পক্ষের অন্তত ১০ আহত হয়েছেন।

সংঘর্ষে আহত সাবেক ইউপি সদস্য মিজানুরের সমর্থক আব্দুস ছত্তার (৫৫) ও তার ছেলে আব্দুল্লাহকে (২৫) কাশিয়ানী হাসপাতালে নেওয়া হলে সেখানে ইউপি সদস্য জামাল ও তার লোকজন ফের হামলা চালান। হামলা ঠেকাতে গিয়ে এ সময় আহত হন হাসপাতালের কর্মচারী নাদিম হোসেন।

আহত কর্মচারী (ওয়ার্ড মাস্টার) নাদিম হোসেন ঢাকা ট্রিবিউনকে বলেন, “হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা এক বৃদ্ধকে কিছু লোকজন বেধড়ক মারধর করছিল। ঠেকাতে গেলে তারা আমাকেও মারধর করেন। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।”

কাশিয়ানী হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “হাসপাতালের জরুরি বিভাগের সামনে রোগী ও হাসপাতালের কর্মচারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। বিষয়টি থানা পুলিশকে জানিয়েছি।”

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম ঢাকা ট্রিবিউনকে বলেন, “বর্তমান ও সাবেক ইউপি সদস্যের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত