ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ডাক্তার দেখাতে যে টিকিট কাটতে হয়, তা এখন থেকে অনলাইনেই কাটা যাবে। দেশের সরকারি কোনো হাসপাতালে এ ব্যবস্থা এটিই প্রথম। এর ফলে টিকিট কাটার দীর্ঘ লাইন থেকে রোগীরা মুক্তি পাবেন বলে আশা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সোমবার (১৯ জুন) দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক হাসপাতালের এক অনুষ্ঠানে ই-টিকেটিং সেবার উদ্বোধন করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়েবসাইটে গিয়ে ই-টিকিট কেনা যাবে। ওয়েবসাইটে ১০ টাকা পরিশোধ করার ব্যবস্থা আছে। মোবাইলে টিকেট দেখিয়ে বা টিকেটের প্রিন্ট এনে বহির্বিভাগে সেবা নেওয়া যাবে।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, “অসুস্থ রোগীকে টিকেটের জন্য অনেক সময় দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। অনেক রোগীর সঙ্গে শিশু থাকে, তাদের কষ্ট আরও বেশি হয়। এই ব্যবস্থার ফলে সেবা গ্রহণ সহজ হবে।”
এদিন স্বাস্থ্যমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ই-টিকিটিংসহ আরও ছয়টি সেবার উদ্বোধন করেন। এর মধ্যে রয়েছে প্রসূতিসেবা বিভাগে ৬ শয্যার আইসিইউ, শিশু বিভাগে ৪ শয্যার আইসিইউ, মেডিসিন বিভাগে ১৫ শয্যার আইসিইউ, ২০০ শয্যার ট্রেনিং কমপ্লেক্স, এইচআইভি রোগী ও হিজড়াদের জন্য পৃথক বহির্বিভাগ এবং ৫০ শয্যার আইসোলেশন ওয়ার্ড।
অনুষ্ঠানে জাহিদ মালেক বলেন, “দেশের ১৭ কোটি মানুষের কাছে সবচেয়ে বেশি পরিচিত ঢাকা মেডিকেল। সরকার এটির উন্নয়ন ও সেবার প্রসারে সব সময় সচেষ্ট। ট্রান্সজেন্ডার বা তৃতীয় লিঙ্গের মানুষ যেন সম্মানজনকভাবে সেবা পেতে পারেন, সে জন্য বহির্বিভাগে আলাদা ব্যবস্থা রাখা হচ্ছে।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দীন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।