নড়াইলে দুই গ্রামের দ্বন্দ্বের মীমাংসা করলো পুলিশ

এস এম শরিফুল ইসলাম জেলা প্রতিনিধি, নড়াইল
নড়াইলে দুই গ্রামের দ্বন্দ্বের মীমাংসা করলো পুলিশ

নড়াইলের কালিয়া উপজেলার দুই গ্রামের বিবদমান দ্বন্দ্বের আবসান ঘটাতে শান্তি সমাবেশ করেছে কালিয়া থানা পুলিশ।

মঙ্গলবার (২০ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার পুরুালিয়া ইউনিয়ন পরিষদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ সূত্রে জানা যায়, গত ৩০ মে চাচুড়ি বাজারে পুরুলিয়া ইউনিয়নের ফুলদাহ গ্রামবাসী ও চাচুড়ি ইউনিয়নের চাচুড়ি গ্রামবাসীর সংঘর্ষ হয়। পরের দিন ৩১ মে সকালে ওই দুই ইউনিয়নের আরও পাঁচটি গ্রাম দুই পক্ষে ভাগ হয়ে চাচুড়ি গ্রামের আনসার শেখের বাড়ির সামনে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়। এ ঘটনার পর উভয় পক্ষ থানায় মামলা দায়ের করলেও এলাকায় উত্তেজনা বিরাজ করে।

এলাকাবাসীর উত্তেজনা প্রশমিত করতে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুণু সাহা, সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রণব কুমার, কালিয়া থানার ওসি তাসমিম আলম স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কয়েক দফা শালিসে বসেন। পুরুলিয়া গ্রামের জাকাতুর রহমানকে আহ্বায়ক করে সাতজন উপদেষ্টাসহ ৩০ সদস্য বিশিষ্ট একটি শান্তি-সম্প্রীতি কমিটি গঠন করা হয়।

মঙ্গলবার (২০জুন) বিকালে ওই শান্তি-সম্প্রীতি কমিটি দুই ইউনিয়নের শতাধিক গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সমাবেশের মাধ্যমে বিবদমান দ্বন্দ্র মীমাংসা করেন। এসময় উপস্থিত সবার সামনে উভয় পক্ষের নেতাকর্মীরা ভবিষতে কোনো ধরনের সহিংস ঘটনা ঘটাবে না বলে অঙ্গীকার করে। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসমিম আলমের সভাপতিত্বে ওই সমাবেশে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রণব কুমার, পুরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিরুল ইসলাম মনি, চাচুড়ি ইউনিয়নের চেয়ারম্যান মেলজার হোসেন ভূঁইয়া, পাঁচগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান এস এম সাইফুজ্জামান, বাবরা-হাচলা ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক পিকুল, বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক মোল্যা, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী মোল্যা প্রমুখ।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নড়াইলে দুই গ্রামের দ্বন্দ্বের মীমাংসা করলো পুলিশ

নড়াইলে দুই গ্রামের দ্বন্দ্বের মীমাংসা করলো পুলিশ

নড়াইলের কালিয়া উপজেলার দুই গ্রামের বিবদমান দ্বন্দ্বের আবসান ঘটাতে শান্তি সমাবেশ করেছে কালিয়া থানা পুলিশ।

মঙ্গলবার (২০ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার পুরুালিয়া ইউনিয়ন পরিষদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ সূত্রে জানা যায়, গত ৩০ মে চাচুড়ি বাজারে পুরুলিয়া ইউনিয়নের ফুলদাহ গ্রামবাসী ও চাচুড়ি ইউনিয়নের চাচুড়ি গ্রামবাসীর সংঘর্ষ হয়। পরের দিন ৩১ মে সকালে ওই দুই ইউনিয়নের আরও পাঁচটি গ্রাম দুই পক্ষে ভাগ হয়ে চাচুড়ি গ্রামের আনসার শেখের বাড়ির সামনে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়। এ ঘটনার পর উভয় পক্ষ থানায় মামলা দায়ের করলেও এলাকায় উত্তেজনা বিরাজ করে।

এলাকাবাসীর উত্তেজনা প্রশমিত করতে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুণু সাহা, সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রণব কুমার, কালিয়া থানার ওসি তাসমিম আলম স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কয়েক দফা শালিসে বসেন। পুরুলিয়া গ্রামের জাকাতুর রহমানকে আহ্বায়ক করে সাতজন উপদেষ্টাসহ ৩০ সদস্য বিশিষ্ট একটি শান্তি-সম্প্রীতি কমিটি গঠন করা হয়।

মঙ্গলবার (২০জুন) বিকালে ওই শান্তি-সম্প্রীতি কমিটি দুই ইউনিয়নের শতাধিক গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সমাবেশের মাধ্যমে বিবদমান দ্বন্দ্র মীমাংসা করেন। এসময় উপস্থিত সবার সামনে উভয় পক্ষের নেতাকর্মীরা ভবিষতে কোনো ধরনের সহিংস ঘটনা ঘটাবে না বলে অঙ্গীকার করে। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসমিম আলমের সভাপতিত্বে ওই সমাবেশে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রণব কুমার, পুরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিরুল ইসলাম মনি, চাচুড়ি ইউনিয়নের চেয়ারম্যান মেলজার হোসেন ভূঁইয়া, পাঁচগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান এস এম সাইফুজ্জামান, বাবরা-হাচলা ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক পিকুল, বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক মোল্যা, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী মোল্যা প্রমুখ।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত