নড়াইলে দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের দুইদিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
বুধবার(২১জুন)সকালে ইসলামিক ফাউন্ডেশন নড়াইলের উদ্যোগে নিজস্ব হলরুমে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (স্বার্বিক) মোঃ ফকরুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন নড়াইল পৌরসভার মেয়র আনজুমান আরা,নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার সামছুর রহমান,হিসাব রক্ষক মাহমুদ হোসাইন প্রমূখ। দুইদিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালায় বিভিন্ন মাদ্রাসার ১৪ জন শিক্ষক সকাল ১০ থেকে বিকাল ৪টা পর্যন্ত অংশগ্রহন করছে।
বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করেছিলেন। বঙ্গবন্ধুর ঐকান্তিক প্রচেষ্টায় দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন ও পরিচালনা শীর্ষক প্রকল্প হয়েছিল।