নির্বাচনে অংশ নিতে হুমকি দেয়া হচ্ছে: ফখরুল

স্টাফ রিপোর্টার এজেড নিউজ বিডি, ঢাকা
নির্বাচনে অংশ নিতে হুমকি দেয়া হচ্ছে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের গোয়েন্দা বাহিনী তুলে নিয়ে যাচ্ছে। বিএনপি অংশ না নিলেও তাদের নির্বাচনে অংশ নেয়ার চাপ দেয়া হচ্ছে।

সেন্টমার্টিন লিজ দেয়া নিয়ে বিএনপিকে জড়িয়ে প্রধানমন্ত্রী যে অভিযোগ করেছেন তা মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

আজ বৃহস্পতিবার (২২ জুন) ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীদের গ্রেপ্তার, মিথ্যা মামলা ও হয়রানি নিয়ে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি।

এতে মহাসচিব অভিযোগ করেন, সরকার পরিকল্পিতভাবে আসন্ন নির্বাচন সামনে রেখে বিরোধীদল শূন্য নির্বাচনি মাঠ করার চক্রান্ত বাস্তবায়ন করেছে। গ্রেপ্তার, মামলা, সাজা দেয়া তার অংশ।

মির্জা ফখরুল বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় যখন বাংলাদেশের মানবাধিকার, সুষ্ঠু নির্বাচন নিয়ে কথা বলছে তখন জনগণের সাথে প্রতারণা করতে মিথ্যাচার শুরু করেছে সরকার।

দেশের ক্ষতি করতেও দ্বিধা করছে না সরকার এমন দাবি করে বিএনপি মহাসচিব বলেন সরকারের বক্তব্যে ভূরাজনৈতিক ক্ষতি করা হচ্ছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচনে অংশ নিতে হুমকি দেয়া হচ্ছে: ফখরুল

নির্বাচনে অংশ নিতে হুমকি দেয়া হচ্ছে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের গোয়েন্দা বাহিনী তুলে নিয়ে যাচ্ছে। বিএনপি অংশ না নিলেও তাদের নির্বাচনে অংশ নেয়ার চাপ দেয়া হচ্ছে।

সেন্টমার্টিন লিজ দেয়া নিয়ে বিএনপিকে জড়িয়ে প্রধানমন্ত্রী যে অভিযোগ করেছেন তা মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

আজ বৃহস্পতিবার (২২ জুন) ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীদের গ্রেপ্তার, মিথ্যা মামলা ও হয়রানি নিয়ে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি।

এতে মহাসচিব অভিযোগ করেন, সরকার পরিকল্পিতভাবে আসন্ন নির্বাচন সামনে রেখে বিরোধীদল শূন্য নির্বাচনি মাঠ করার চক্রান্ত বাস্তবায়ন করেছে। গ্রেপ্তার, মামলা, সাজা দেয়া তার অংশ।

মির্জা ফখরুল বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় যখন বাংলাদেশের মানবাধিকার, সুষ্ঠু নির্বাচন নিয়ে কথা বলছে তখন জনগণের সাথে প্রতারণা করতে মিথ্যাচার শুরু করেছে সরকার।

দেশের ক্ষতি করতেও দ্বিধা করছে না সরকার এমন দাবি করে বিএনপি মহাসচিব বলেন সরকারের বক্তব্যে ভূরাজনৈতিক ক্ষতি করা হচ্ছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত