চট্টগ্রাম নগরীর কোতায়ালি থানাধীন আলমাস সিনেমা হলের সামনে থেকে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে বিশ কেজি গাঁজাসহ এক হাজার লিটার দেশীয় চোলাই মদসহ মো শাহীন, রনজিত তালুকদার, শিবলু দাশ এবং সজল কর্মকার নামের চার পাচারকারী আটক করা হয়েছেন।
শুক্রবার (২৩ জুন) দিবাগত রাতে অভিযান চালিয়ে মাদকসহ তাদেরকে আটক করা হয়। এসময় মাদক পাচারকালে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
সিএমপি’র কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবীর বলেন, শুক্রবার রাতে একটি প্রাইভেটকারে তল্লাশি করে ২০ কেজি গাঁজা এবং ১ হাজার লিটার চোলাই মদ জব্দ করা হয়। অভিযানে চার জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।