চট্টগ্রামে শাটল ট্রেনের ধাক্কায় নানী-নাতির মৃত্যু

জাবেদুল ইসলাম স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
চট্টগ্রামে শাটল ট্রেনের ধাক্কায় নানী-নাতির মৃত্যু

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার অক্সিজেন এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গামী শাটল ট্রেনের ধাক্কায় রাজিয়া বেগম (৬৮) ও সাহিল (৮) নামের দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা নানী ও নাতি বলে জানা যায়। রোববার (২৫জুন) বেলা সাড়ে তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের গ্রামের বাড়ি বাঁশখালী উপজেলায়। তারা বায়েজিদ থানাধীন অক্সিজেন এলাকার পাঠান পাড়ায় ভাড়া থাকতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নানী- নাতি দুইজন একটি রেল ব্রিজ পার হওয়ার সময় বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন তাদের ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হয়। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই) নুরে আলম আশিক বলেন,বায়েজীদ থানাধীন অক্সিজেন মোড় রেলক্রসিংয়ে বিশ্ববিদ্যালয়গামী ট্রেনের ধাক্কায় আহত দুইজনকে হাসপাতালে আনা হলে তাদের মৃত্যু হয়। লাশ মর্গে রাখা হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চট্টগ্রামে শাটল ট্রেনের ধাক্কায় নানী-নাতির মৃত্যু

চট্টগ্রামে শাটল ট্রেনের ধাক্কায় নানী-নাতির মৃত্যু

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার অক্সিজেন এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গামী শাটল ট্রেনের ধাক্কায় রাজিয়া বেগম (৬৮) ও সাহিল (৮) নামের দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা নানী ও নাতি বলে জানা যায়। রোববার (২৫জুন) বেলা সাড়ে তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের গ্রামের বাড়ি বাঁশখালী উপজেলায়। তারা বায়েজিদ থানাধীন অক্সিজেন এলাকার পাঠান পাড়ায় ভাড়া থাকতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নানী- নাতি দুইজন একটি রেল ব্রিজ পার হওয়ার সময় বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন তাদের ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হয়। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই) নুরে আলম আশিক বলেন,বায়েজীদ থানাধীন অক্সিজেন মোড় রেলক্রসিংয়ে বিশ্ববিদ্যালয়গামী ট্রেনের ধাক্কায় আহত দুইজনকে হাসপাতালে আনা হলে তাদের মৃত্যু হয়। লাশ মর্গে রাখা হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত