পশুর হাটের ইজারার শর্ত ভাঙলে কঠোর হুঁশিয়ারি তাপসের

স্টাফ রিপোর্টার এজেড নিউজ বিডি, ঢাকা
পশুর হাটের ইজারার শর্ত ভাঙলে কঠোর হুঁশিয়ারি তাপসের

শর্ত ভেঙে বাসা-বাড়ির সামনে পশুর হাট বসিয়েছে রাজধানীর মেরাদিয়ার ইজারাদার। এতে চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। এবিষয়ে দক্ষিণ ঢাকার মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, ইজারার শর্ত ভাঙলে জামানত বাজেয়াপ্তসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আজ সোমবার (২৬ জুন) ঢাকা দক্ষিণ সিটির ৭০ নম্বর ওয়ার্ডে বর্জ্য স্থানান্তর কেন্দ্র উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

রাজধানীতে পশুর হাট ইজারা দেওয়ার সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্যতম শর্ত ছিল আবাসিক এলাকা বা লোকালয়ে হাট বসানো যাবে না। সেই শর্ত ভঙ্গ করেছেন মেরাদিয়ার ইজারাদার। অনেক সড়ক বন্ধ হয়ে যাওয়ায় অসুস্থ ব্যক্তিদের হাসপাতালে নিতে বেগ পেতে হচ্ছে। তবে এবিষয়ে কথা বলতে রাজি হয়নি হাট কর্তৃপক্ষ।

বনশ্রী এলাকার বাসিন্দা নাবিউল বলেন, বনশ্রীর এইচ, কে, এলসহ বিভিন্ন ব্লক, এমনকি মূল রাস্তা পর্যন্ত চলে গেছে হাট। কোনো কোনো সড়কের গেইট বন্ধ করে তৈরি করা হয়েছে হাসিল ঘর। এতে চলাচলে চরম বিপাকে পড়েছি আমরা।

মেরাদিয়া হাটের ইজারাদার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি আওরঙ্গজেব টিটু। আবাসিক এলাকায় হাটের বিষয়ে কথা বলতে রাজি নন হাট কর্তৃপক্ষ।

তবে ঢাকা দক্ষিণ সিটির মেয়র জানিয়েছেন, হাট তদারকিতে মাঠে আছে ভ্রাম্যমাণ আদালত। কেউ ইজারার শর্ত অমান্য করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।

এবার, দুই সিটিতে ২০টি হাট ইজারা দেওয়া হয়। এর মধ্যে তেঁজগাও, দনিয়া, হাজারীবাগসহ বেশ কয়েকটি হাট বসানো হয়েছে সড়কে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পশুর হাটের ইজারার শর্ত ভাঙলে কঠোর হুঁশিয়ারি তাপসের

পশুর হাটের ইজারার শর্ত ভাঙলে কঠোর হুঁশিয়ারি তাপসের

শর্ত ভেঙে বাসা-বাড়ির সামনে পশুর হাট বসিয়েছে রাজধানীর মেরাদিয়ার ইজারাদার। এতে চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। এবিষয়ে দক্ষিণ ঢাকার মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, ইজারার শর্ত ভাঙলে জামানত বাজেয়াপ্তসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আজ সোমবার (২৬ জুন) ঢাকা দক্ষিণ সিটির ৭০ নম্বর ওয়ার্ডে বর্জ্য স্থানান্তর কেন্দ্র উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

রাজধানীতে পশুর হাট ইজারা দেওয়ার সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্যতম শর্ত ছিল আবাসিক এলাকা বা লোকালয়ে হাট বসানো যাবে না। সেই শর্ত ভঙ্গ করেছেন মেরাদিয়ার ইজারাদার। অনেক সড়ক বন্ধ হয়ে যাওয়ায় অসুস্থ ব্যক্তিদের হাসপাতালে নিতে বেগ পেতে হচ্ছে। তবে এবিষয়ে কথা বলতে রাজি হয়নি হাট কর্তৃপক্ষ।

বনশ্রী এলাকার বাসিন্দা নাবিউল বলেন, বনশ্রীর এইচ, কে, এলসহ বিভিন্ন ব্লক, এমনকি মূল রাস্তা পর্যন্ত চলে গেছে হাট। কোনো কোনো সড়কের গেইট বন্ধ করে তৈরি করা হয়েছে হাসিল ঘর। এতে চলাচলে চরম বিপাকে পড়েছি আমরা।

মেরাদিয়া হাটের ইজারাদার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি আওরঙ্গজেব টিটু। আবাসিক এলাকায় হাটের বিষয়ে কথা বলতে রাজি নন হাট কর্তৃপক্ষ।

তবে ঢাকা দক্ষিণ সিটির মেয়র জানিয়েছেন, হাট তদারকিতে মাঠে আছে ভ্রাম্যমাণ আদালত। কেউ ইজারার শর্ত অমান্য করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।

এবার, দুই সিটিতে ২০টি হাট ইজারা দেওয়া হয়। এর মধ্যে তেঁজগাও, দনিয়া, হাজারীবাগসহ বেশ কয়েকটি হাট বসানো হয়েছে সড়কে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত