মেহেরপুর কুতুবপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে পারিবারের জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদ সম্মেলন করেছে কুতুবপুর ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মহোন আলী।
ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মহোন আলী মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মৃত আতর মন্ডলের ছেলে ।
আজ মঙ্গল দুপর ১২টায় তাঁর নিজ বাসভবনে লিখিত বক্তব্যে বলেন, আমার বাড়ির পাশে নফর আলী আমার যায়গা দখল করে ঘর করে। এয় নিয়ে উভয়পক্ষের মাপজোকে তার ঘরের মধে আমার তিনফুট জায়গা পাওনা হয় । সেই তিন ফুট জায়গা না ছেড়ে গত মঙ্গলবার আবার আমার জমি দখল করে সানসেট বাড়িয়ে প্রস্তুতি নিয়ে জোর করে কাজ করতে যায়। সেয় সময় আমার প্রতিবন্ধি ছেলে সাহাজেল আলি বাধা দিতে গেলে তাকে মেওে হাত ভেঙ্গে দেয় । ছেলেকে বাচাতে আমার মেয়ে মোমিনা খাতুন সহ পরিবারের লোকজন গেলে তাদের কেউ রক্তাক্ত জখম করে। আমার মেয়ের মাথায় ২০ টা সেলাই হয়েছে । এরপর আমি মামলা করি । মামলায় তারা জামিন নিয়ে এসে প্রতিনিয়ত আমাদের জীবন নাশের হুমকি দিয়ে আসছে । যে কারনে আমি ও আমার পরিবার নিরাপত্তা হিনতায় ভুগছি । এ অবস্থায় আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মেহেরপুর স্থানিয় প্রশাসনের দৃষ্ঠি আকর্ষন করছি । বিষয়টি বিবেচনা করে প্রয়োজনিয় পদক্ষেপ নেওয়ার জন্য ।
সাংবাদ সম্মেলনের সময় আরও উপস্থিত ছিলেন মেহেরপুর ষোলমারি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ রফাতুল্লা , বীর মুক্তিযোদ্ধা মোঃ আজাহার আলী, উজুলপুর গ্রামের মোঃ নাজিমুদ্দিনসহ তার পরিবারের লোকজন ।