চট্টগ্রামের মিরসরাইয়ে বড়কমলদহ রুপসী ঝর্ণায় নেমে নিখোঁজ ২ পর্যটকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। রবিবার (০২ জুলাই) রাত ৯ টার সময় রুপসী ঝর্ণার কূপ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হচ্ছেন- চট্টগ্রাম জেলার আকবর শাহ থানার ফিরোজ শাহ কলোনি মো. জামিলের ছেলে মো. আফসার (১৫) একই এলাকার মো. জসীমের ছেলে মো. আরিফ (১৮)।
জানাগেছে, ৯ বন্ধু মিলে চট্টগ্রামের আকবর শাহ এলাকা থেকে ঘুরতে আসে রুপসী ঝর্ণায়। কূপে গোসল করতে গেয়ে ২ বন্ধু হারিয়ে যায়। স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগীতায় তাদের উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমাম ফাটোয়ারি জানান, ৯ বন্ধু ঘরতে এসে হারিয়ে যায় তাদের ২ বন্ধু। পরে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কবির হোসেন জানান, খবর পেয়ে লাশ দু’টি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে এবং পরিবারকে খবর দেয়া হয়েছে। পরিবারের লোকজন এলে লাশ বুঝিয়ে দেয়া হবে।