সরকার যতক্ষণ পর্যন্ত পদত্যাগের ঘোষণা না দেবে, ততক্ষণ সংলাপের কোনও প্রশ্ন নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, আমরা কোনও ফরম্যাটেই সংলাপে যেতে চাই না। যতক্ষণ না এই সরকার ঘোষণা দেবে— নিরপেক্ষ বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। সরকারকে এই ঘোষণা সবার আগে দিতে হবে। সরকারকে পদত্যাগ করেই সেটা দিতে হবে। এই ব্যাপারটি ছাড়া সংলাপের কোনও প্রশ্নই আসবে না।
Risingbd Online Bangla News Portal
হোম
রাজনীতি
আগে সরকারের পদত্যাগ, তারপর সংলাপ: ফখরুল
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৭:৫৭, ৬ জুলাই ২০২৩
আগে সরকারের পদত্যাগ, তারপর সংলাপ: ফখরুল
সরকার যতক্ষণ পর্যন্ত পদত্যাগের ঘোষণা না দেবে, ততক্ষণ সংলাপের কোনও প্রশ্ন নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, আমরা কোনও ফরম্যাটেই সংলাপে যেতে চাই না। যতক্ষণ না এই সরকার ঘোষণা দেবে— নিরপেক্ষ বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। সরকারকে এই ঘোষণা সবার আগে দিতে হবে। সরকারকে পদত্যাগ করেই সেটা দিতে হবে। এই ব্যাপারটি ছাড়া সংলাপের কোনও প্রশ্নই আসবে না।
বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
মির্জা ফখরুল আরও বলেন, দেশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবন দেওয়ার কথা বলেছেন অথচ নির্বাচনের জন্য তিনি পদত্যাগ করতে পারেন না? তাহলে তো দেশের সব মানুষ খুশি হয়। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করে আ.লীগও যদি আবার ক্ষমতায় আসে, তাহলে আমরা স্বাগত জানাবো। কিন্তু ক্ষমতায় থেকে নির্বাচন করতে চান, আবার বলছেন সব ত্যাগ স্বীকার করবেন। সেটা তো আসলে ত্যাগ নয়, সেটা যে কী আমরা তা ভালোভাবেই বুঝি।
এসময় উপস্থিত কল্যাণ পার্টির চেয়ারম্যান মে. জে. (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীর প্রতীক) প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, আমাদের আবেদন আপনি জীবন ত্যাগ করবেন না। তখন বলবেন, বিএনপি-জামায়াত আমার জীবন সংহার করেছে।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা সেলিমা রহমান, আব্দুল আউয়াল মিন্টুসহ ১২ দলীয় জোটের নেতারা অংশগ্রহণ করেন।