মেহেরপুর পৌরসভার কাউন্সিলার ও যুবলীগ নেতা মিজানুর রহমান রিপন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মাসুদ রানাকে(৪৫) গ্রেপ্তার করেছে গাংনী থানা পুলিশ।
সোমবার(১০ জুলাই) দিবাগত রাতে ফরিদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাসুদ রানা গাংনী উপজেলার থানাপাড়ার সেকেন্দার আলী ছেলে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, মেহেরপুর পৌরসভার কাউন্সিলার ও যুবলীগ নেতা রিপন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও অন্য একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি মাসুদ। এছাড়া মাসুদের বিরুদ্ধে চাঁদাবাজী, বোমাবাজি, মানুষ হত্যা ও অন্যান্য সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ আছে। আদালতের গ্রেফতারী পরোয়ানা অনুযায়ী গত রাতে ফরিদপুরে অভিযান চালিয়ে মাসুদকে গ্রেফতার করে থানায় আনা হয়। আজ মঙ্গলবার (১১ জুলাই) তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।