গতকাল মঙ্গলবার ইন্টার মায়ামির কোচ টাটা মার্টিনো বলেছিলেন, লিওনেল মেসি কবে আসবেন তিনি জানেন না। সেদিনই সপরিবারে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন মেসি। একটি ভিডিওতে মেসিকে তার স্ত্রী ও সন্তানদের নিয়ে ফ্লোরিডার ফোর্ট লডারডেল হলিউড আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যক্তিগত বিমান থেকে নামতে দেখা যায়।
জানা গেছে আগামী রোববার (১৬ জুলাই) তাকে দর্শকদের সামনে উপস্থাপন করবে মায়ামি। ডিআরভি পিএনকে স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে এই অনুষ্ঠান। যেসব ভক্ত-সমর্থক মায়ামির পুরো মৌসুমের ম্যাচের টিকিট ক্রয় করে রেখেছেন তারা ফ্রিতেই প্রবেশ করতে পারেবন মেসির পরিচিতি অনুষ্ঠানে।
মঙ্গলবার আর্জেন্টিনা টিভিতে দেওয়া এক সাক্ষাতকারে মেসি জানিয়েছেন, ইন্টার মায়ামিকে জাগিয়ে তুলতে তিনি তার সর্বোচ্চটুকু ঢেলে দিবেন।
‘আমার মানসিকতা কিংবা আমার মাথা পরিবর্তন হবে না। তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টাটুকু করবো। যখনই আমরা সুযোগ আসবে, আমি আমার সর্বোচ্চটুকু দিবো আমার নতুন ক্লাবের জন্য। চেষ্টা করবো সেরা পারফরম্যান্স উপহার দিতে।’
যদিও বর্তমানে তাদের ক্লাবটি রেকর্ড টানা দশ ম্যাচ ধরে জয়বঞ্চিত রয়েছে। সবশেষ গেল রোববার তারা ডি.সি ইউনাইটেডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে।
দীর্ঘদিন ইউরোপে থাকার পর তার পরিবার স্থানান্তরিত হয়ে যাচ্ছে আমেরিকায়। তবে মেসি ও তার পরিবার এই পরিবর্তন এবং নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।
রোববারের অনুষ্ঠান শেষে আগামী শুক্রবার (২১ জুলাই) ইন্টার মায়ামির হয়ে অভিষেক হওয়ার কথা রয়েছে মেসি। এদিন ক্রুজ আজুলের মুখোমুখি হবে মায়ামি।
ইন্টার মিয়ামি কেবল লিওনেল মেসিকে দলে ভেড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। কিন্তু মেসিকে ঠিক তারা কতো টাকা দিবেন সে বিষয়টি এখনো খোলাসা করেনি।
৩৫ বছর বয়সী মেসি বার্সেলোনা ছাড়ার পর দুই মৌসুম ফ্রান্সের ক্লাব প্যারিস সেন্ত জার্মেইতে (পিএসজি) খেলেছেন। এরপর বিনা দল বদল ফিতে যোগ দিয়েছেন মায়ামিতে। যেখানে কোচ হিসেবে পাবেন তার সাবেক বার্সেলোনা ও আর্জেন্টিনার কোচ টাটা মার্টিনোকে।