দিনের বেলায় বাসে করে পোশাকশ্রমিকদের আনা নেওয়া করতেন তারা। তবে রাতে করতেন ছিনতাই। তাদের ধরতে ৭৭টি ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে পুলিশ। অবশেষে এই চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ জুলাই) রাতে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার মৌলভী পুকুরপাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মো. আজিম, সাইফুল ইসলাম, মো. মুন্না, সাজ্জাদ হোসেন ও মো. নিশাদ।
পুলিশ জানায়, গত রবিবার পারভেজ খান নামের মুন্সীগঞ্জের এক গাছ ব্যবসায়ী চট্টগ্রাম বন্দরে আসেন গাছ কেনার জন্য। ওই দিন ভোরে তিনি নগরের জিইসি মোড়ে ঢাকা থেকে আসা বাস থেকে নেমে বন্দরে যাওয়ার জন্য একটি স্থানীয় বাসে ওঠেন। এটি লালখান বাজার মোড় পর্যন্ত এসে ডান পাশ দিয়ে ইউটার্ন করে আখতারুজ্জামান উড়ালসড়কে উঠে যায়। বাসচালকের সহকারী বাসের দরজা বন্ধ করে দেন। ওই সময় বাসটির ভেতরে যাত্রীবেশে থাকা অন্য পরিবহনশ্রমিকেরা তাকে মারধর করেন। পরে তার সঙ্গে থাকা মুঠোফোন, ২০ হাজার টাকা, ঘড়ি ও কাপড়ের ব্যাগ কেড়ে নিয়ে তাকে উড়ালসড়কে নামিয়ে দিয়ে বাসটি নিয়ে চলে যান। পরে তিনি পুলিশের কাছে অভিযোগ করেন।
পুলিশ জানায়, সবাই পরিবহনশ্রমিক হওয়ায় সহজে কেউ সন্দেহ করেন না তাদের। ওই ছিনতাইয়ের ঘটনা তদন্ত করতে গিয়ে সিসিটিভি ক্যামেরা দেখে চক্রটির সন্ধান পায় পুলিশ।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, ৭৭টি সিসিটিভি ক্যামেরা দেখে চক্রটির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত বাসটিও আটক করা হয়েছে। তাঁরা দিনে পোশাকশ্রমিকদের বাসে করে আনা-নেওয়া করেন আর রাত থেকে ভোর পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে ঘুরে যাত্রীদের তুলে ছিনতাই করেন। গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রতীকী ছবি