বরিশালের মেয়র সাদিকের বিরুদ্ধে মামলা

ন্যাশনাল ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
বরিশালের মেয়র সাদিকের বিরুদ্ধে মামলা
সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ

বরিশাল ক্লাব লিমিটেডে অবৈধভাবে সভাপতি পদ দখল করে কোটি কোটি টাকার ক্ষতি সাধন এবং ক্লাব পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার অপর বিবাদী হলেন বরিশাল ক্লাব লিমিটেডের সেক্রেটারি।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপু‌রে বরিশাল সদর সিনিয়র সহকারি জজ আদালতে বরিশাল ক্লাব লিমিটেডের সদস্য মফিজুর রহমান চৌধুরী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক হা‌সিবুল হাসান মামলাটি আমলে নিয়ে পরবর্তী আদেশের জন্য রেখে দিয়েছেন ব‌লে আদালতের বেঞ্চ সহকারি বায়েজিদ হোসেন নিশ্চিত করেছেন।

মামলার বরাত দিয়ে বাদীর আইনজীবী আজাদ রহমান বলেন, বাদী বরিশাল ক্লাবের ৪৬২ নম্বর সদস্য। তাই মামলা দায়ের ও ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে। ১নং বিবাদী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ২০১৬ সালের ২০ আগস্ট বরিশাল ক্লাব লিমিটেডের সদস্য হন। তার সদস্য নং ৬৭৬। বরিশাল ক্লাব লিমিটেডের সভাপতি হওয়ার জন্য সদস্য পদে ১০ বছর থাকতে হবে।

সেই হিসেবে সাদিক আব্দুল্লাহ ২০২৬ সালে সভাপতি পদে নির্বাচন করতে পারবেন। কিন্তু ১নং বিবাদী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ২০১৯ সালের ৮ মার্চ গঠনতন্ত্রের ৩২ (খ) ধারা লঙ্ঘন করে বেআইনি ও অবৈধভাবে সভাপতির পদ দখল করেন।

আইনজীবী আজাদ রহমান আরও বলেন, ১নং বিবাদী বেআইনিভাবে সভাপতি নির্বাচিত হয়ে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্লাবের ২টি রুমে থাকার ব্যবস্থা করেন। এছাড়া ক্যাফেটরিয়ায় খাবার খেয়ে বিল পরিশোধ করেননি। ফলে তার কাছে কোটি কোটি টাকা পাওনা রয়েছে। যার দায়ভার বাদীসহ ক্লাবের সদস্যদের বহন করতে হচ্ছে। প্রতি দুই বছর পর পর ক্লাবের স্থায়ী/আজীবন সদস্যদের ভোটে সভাপতি ও পরিচালকবৃন্দরা নির্বাচিত হন।

১নং বিবাদী ২০১৯ সালের পর থেকে কোনো ধরণের নির্বাচন দেননি। বাদী গত ৭ জুলাই ১নং বিবাদী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে সভাপতির পদ থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু ১নং বিবাদী সভাপতির পদ ছাড়বেন না বলে সাফ জানিয়ে দেয়ায় ক্লাবের স্বার্থে আদালতে মামলাটি দায়ের করেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বরিশালের মেয়র সাদিকের বিরুদ্ধে মামলা

বরিশালের মেয়র সাদিকের বিরুদ্ধে মামলা
সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ

বরিশাল ক্লাব লিমিটেডে অবৈধভাবে সভাপতি পদ দখল করে কোটি কোটি টাকার ক্ষতি সাধন এবং ক্লাব পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার অপর বিবাদী হলেন বরিশাল ক্লাব লিমিটেডের সেক্রেটারি।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপু‌রে বরিশাল সদর সিনিয়র সহকারি জজ আদালতে বরিশাল ক্লাব লিমিটেডের সদস্য মফিজুর রহমান চৌধুরী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক হা‌সিবুল হাসান মামলাটি আমলে নিয়ে পরবর্তী আদেশের জন্য রেখে দিয়েছেন ব‌লে আদালতের বেঞ্চ সহকারি বায়েজিদ হোসেন নিশ্চিত করেছেন।

মামলার বরাত দিয়ে বাদীর আইনজীবী আজাদ রহমান বলেন, বাদী বরিশাল ক্লাবের ৪৬২ নম্বর সদস্য। তাই মামলা দায়ের ও ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে। ১নং বিবাদী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ২০১৬ সালের ২০ আগস্ট বরিশাল ক্লাব লিমিটেডের সদস্য হন। তার সদস্য নং ৬৭৬। বরিশাল ক্লাব লিমিটেডের সভাপতি হওয়ার জন্য সদস্য পদে ১০ বছর থাকতে হবে।

সেই হিসেবে সাদিক আব্দুল্লাহ ২০২৬ সালে সভাপতি পদে নির্বাচন করতে পারবেন। কিন্তু ১নং বিবাদী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ২০১৯ সালের ৮ মার্চ গঠনতন্ত্রের ৩২ (খ) ধারা লঙ্ঘন করে বেআইনি ও অবৈধভাবে সভাপতির পদ দখল করেন।

আইনজীবী আজাদ রহমান আরও বলেন, ১নং বিবাদী বেআইনিভাবে সভাপতি নির্বাচিত হয়ে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্লাবের ২টি রুমে থাকার ব্যবস্থা করেন। এছাড়া ক্যাফেটরিয়ায় খাবার খেয়ে বিল পরিশোধ করেননি। ফলে তার কাছে কোটি কোটি টাকা পাওনা রয়েছে। যার দায়ভার বাদীসহ ক্লাবের সদস্যদের বহন করতে হচ্ছে। প্রতি দুই বছর পর পর ক্লাবের স্থায়ী/আজীবন সদস্যদের ভোটে সভাপতি ও পরিচালকবৃন্দরা নির্বাচিত হন।

১নং বিবাদী ২০১৯ সালের পর থেকে কোনো ধরণের নির্বাচন দেননি। বাদী গত ৭ জুলাই ১নং বিবাদী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে সভাপতির পদ থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু ১নং বিবাদী সভাপতির পদ ছাড়বেন না বলে সাফ জানিয়ে দেয়ায় ক্লাবের স্বার্থে আদালতে মামলাটি দায়ের করেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত