মেহেরপুরে পারিবারিক কোলাহলের জেরধরে মজিবনগরের নাজিরিকনা গ্রামে ও গাংনীর দেবিপুর গ্রামে দুজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে। নিহতারা হলো, মুজিবনগর উপজেলার নাজিরাকোনা গ্রামের সেদু মালের ছেলে জানালী মাল(৬০) ও গাংনী উপজেলার দেবিপুর গ্রামের আব্দুর সাত্তারের স্ত্রী পানশুনা খাতুন(৬৫)।
নিহতদের পরিবার সূত্রে জানা যায়,মুজিবনগরের নাজিরাকোনা গ্রামের জানালী মাল দির্ঘদিন বেকার থাকাই ছেলেদের সাথে বিরোধ হয়। একারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। অপরদিকে গাংনী উপজেলার দেবিপুর গ্রামের পানশুনা স্বামী ও সন্তানের উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল ও গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।