রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড পাইন্দং পাড়ার বাসিন্দা দিনমজুর ক্যসুইউ মারমা (৫৮) ক্যান্সারে আক্রান্ত হয়ে এক দূর্বিষহ জীবন যাপন করছে। তার জীবন বাঁচাতে সকলের সহযোগিতা কামনা করেছে পরিবার।
দুই ছেলে এবং এক মেয়েসহ দীর্ঘ এক বছর ধরে মানবেতর জীবন যাপন করছে।
ক্যান্সারে আক্রান্ত ক্যসুইউ মারমার স্ত্রী মেচিংমা মারমা (৪৩) বলেন, বাড়ির সব সহায় সম্বল বিক্রি করে প্রায় ২ লক্ষ টাকার মতো খরচ করে ফেলেছি স্বামীর চিকিৎসার জন্য।
বর্তমানে একদম নিরুপায় হয়ে সবার কাছে সাহায্য চাইছি। ক্যান্সার আক্রান্ত ক্যসুইউ মারমার প্রথমে দাঁতের মাড়ি ফুলে গেলে কিছুটা ব্যথা অনুভব করেন। পরে দিন দিন মুখের একটি সাইটে মাংস বেড়ে গেলে চিকিৎসকের পরামর্শ মতে উন্নত চিকিৎসা নিতে পরে চিটাগাং হেলথ পয়েন্ট হসপিটাল লিঃ ভর্তি হয়ে চট্রগ্রামের ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ আলী আসগর চৌধুরীর চিকিৎসাধীন অবস্থায় আছেন বলে জানান।
ডাক্তারের পরামর্শ মতে আরো চারবার কেমো থেরাপি দিতে হবে যাতে আরো ১ এক লক্ষ ৫০ হাজার টাকার মতো লাগবে বলে জানান। তাই ক্যান্সার আক্রান্ত ক্যসুইউ মারমার জীবন বাঁচাতে সমাজের যারা বিত্তবান লোক আছে তাদের একটু একটু সহযোগিতায় নতুন করে জীবন বাঁচাতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তার পরিবার। সহযোগিতা পাঠাতে ক্যসুইউ মারমা মোবাইল নাম্বার ০১৮৫৩৯৭৫২৬৪ এবং বিকাশ পার্সোনাল নাম্বার ০১৮৯২৯৫৯৩৪০। পিতাঃ মৃত অংফাউ মারমা, মাতাঃ মৃতঃ মাচিং মারমা, গ্ৰামঃ পাইন্দং পাড়া, ২নং গাইন্দ্যা ইউনিয়ন, রাজস্থলী উপজেলা, রাঙ্গামাটি পার্বত্য জেলা।