ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন স্পেনের সাবেক ডিফেন্ডার জোর্দি আলবা। এর মাধ্যমে সাবেক বার্সেলোনা সতীর্থ মেসির সাথে আবারো দেখা হচ্ছে এই ডিফেন্ডারের।
বিষয়টি নিশ্চিত করে মিয়ামির অনুশীলন সেশনের পর ক্লাব মালিকা জর্জ ম্যাস বলেছেন, ‘জোর্দি আলবা আজ চুক্তি সম্পন্ন করেছেন। ভবিষ্যতে আরো কিছু খেলোয়াড় দলে ভেড়ানোর প্রত্যাশা করা হচ্ছে।’
এর আগে মেসি ও স্প্যানিশ মিডফিল্ডার সার্জিও বাসকুয়েটস একসাথে গত শনিবার মিয়ামির পক্ষে চুক্তি সম্পন্ন করেছেন। কিন্তু এমএলএস’এ তলানিতে থাকা দলটি কিছু তরুণ খেলোয়াড়কে এখন দলে নিতে চাচ্ছে।
ম্যাস জানিয়েছেন, প্যারাগুয়ের ২০ বছর বয়সী ডিফেন্ডার দিয়েগো গোমেজ দেশটির ক্লাব লিবারটাড থেকে মিয়ামিতে যোগ দেবার দ্বারপ্রান্তে রয়েছে। আরো এক দক্ষিণ আমেরিকান তরুণ ২০ বছর বয়সী আর্জেন্টাইন মিডফিল্ডার ফাকুন্ডো ফারিয়াসের সাথে মিয়ামির মৌখিক আলোচনা হয়েছে।
মিয়ামি মালিক আরো জানিয়েছেন আর্জেন্টাইন লিগের দুই তরুনের সাথে আলোচনা চলছে, তারা হলেন রেসিং ক্লাবের সেন্ট্রাল ডিফেন্ডার টমাস এভিলস ও নিওয়েলস ওলড বয়েসের স্ট্রাইকার ব্রায়ান আগুইরে।