পর্দায় ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। এখন টিভি নাটকে সীমাবদ্ধ নন তিনি। ইদানীং ওটিটি প্ল্যাটফর্মেও মেহজাবিনকে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে।
সম্প্রতি নির্মাতা ভিকি জাহেদের পরিচালনায় ‘আমি কী তুমি?’ ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন।
সেই পোস্টারের পর এবার এই সিরিজের আরও একটি পোস্টার ফেসবুকে শেয়ার করেছেন মেহজাবিন। যেখানে তার সঙ্গে দেখা গেছে অভিনেতা শ্যামল মাওলাকে। সেখানেও রহস্যময় চরিত্রে হাজির হয়েছেন এই দুই তারকা।
পোস্টার শেয়ার করে মেহজাবিন লেখেন, প্রতিটা মানুষের জীবনে পারফেক্ট প্রেম একবারই আসে। ভালোবাসার মানুষ চলে গেলেও এই প্রেম কখনো চলে যায় না।
জানা গেছে, ওয়েব সিরিজটি আট পর্বে নির্মিত হয়েছে। থ্রিলার এবং হররের বাইরে রোমান্স এবং ড্রামা বেজ করে এই কনটেন্টে তিথি চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন। ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন-এ ‘আমি কী তুমি?’ শিগগিরই মুক্তি পাবে।