ঈদে মুক্তিপ্রাপ্ত সুড়ঙ্গ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রেখেছেন আফরান নিশো। নিজের প্রথম সিনেমা মুক্তির পর থেকেই বেশ ইঙ্গিতপূর্ণ কথা বলে যাচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় তারকা অভিনেতা। শাকিব খানের বিয়ে, সংসার, সন্তান নিয়ে তো টেলিভিশন শোতে মজা করতেও দেখা গেছে নিশোকে।
বাংলাদেশের কাঁটাতারের সীমান্ত পেরিয়ে শুক্রবার (২১ জুলাই) কলকাতায় মুক্তি পাবে সুড়ঙ্গ। সিনেমাটির প্রচারণার জন্য কলকাতায় অবস্থান করছেন নিশো। সম্প্রতি ভারতীয় বাংলা সংবাদমাধ্যম আনন্দবাজারকে সাক্ষাৎকারও দিয়েছেন তিনি।
বাংলাদেশে আমি তো সো কল্ড ঐ হিরো না যে, বিয়ে করে বউয়ের কথা বলবো না, বাচ্চার কথা বলবো না মন্তব্য করেছিলেন নিশো। সেই মন্তব্যের রেশ ছিল আনন্দবাজারকে দেওয়া নিশোর সাক্ষাৎকারেও। সেখানে নিশোকে প্রশ্ন করা হয়, দিন কয়েক আগেই আপনি বলেন, আপনি বউ-বাচ্চা লুকিয়ে রাখার মতো নায়ক নন। ইঙ্গিত কি বিশেষ কারও দিকে?
সেই প্রশ্নের জবাবে নিশো হেসে উত্তর দেন, আমি আমার দর্শনের কথা বলেছি। দর্শনে সংঘর্ষ আসতে পারে। আমি বিবাহিত হলে, সকলকে বলেই দেব। হয়তো আমার স্ত্রীকে সর্বদা প্রকাশ্যে আনব না। তবে লুকিয়েও রাখব না। ব্যক্তিজীবনকে লুকিয়ে রাখায় বিশ্বাসী নই।
নিশোর মন্তব্যের এই পর্যায় পর্যন্ত অনেকে হয়তো শাকিবের প্রতি প্রচ্ছন্ন খোঁচার গন্ধই পেতেন। কিন্তু এরপর নিশো সরাসরি নাম উল্লেখ করেই একই বিষয়ের অবতারণা করেন, যেখানে বলা হয়েছে আরো দুই বাংলাদেশি অভিনেতা নিরব হোসাইন ও ইমনের নাম।
নিশো বলেন, আমার বন্ধু নীরব, ইমন ব্যক্তিজীবনকে অন্তরালে রেখেছেন। সেটা তাদের ক্যারিয়ারে যে খুব সাহায্য করেছে, এমনটা নয়। সুপারস্টার, মেগাস্টার যাই হোক না কেন তার সবটা মিলিয়ে দর্শক তাকে অনুসরণ করেন। আসলে হিরোর ধারণাটা শুধু আমাদের দেশে আছে। হিরো আসেন, বসেন, একটার জায়গায় পাঁচটা চেয়ার দেওয়া হয়। আমার কাছে হিরো বলাটা বড্ড ফেইক মনে হয়। হিরো এবং অভিনেতার মধ্যে বৈষম্য তৈরি করাটা আমার দর্শন অনুমতি দেয় না। কেউ যদি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে গায়ে মাখেন, সেটা দুর্ভাগ্যজনক।
আফরান নিশো, নিরব ও ইমন দীর্ঘদিন ধরেই একে অপরের ভালো বন্ধু। শোবিজ জগতে তিনজনের আগমনও প্রায় সমসাময়িক সময়ে। শূন্য দশকের প্রথম দিকে মডেলিং দিয়েই বিনোদনের ভুবনে তাদের যাত্রা শুরু হয়। পরবর্তীতে ছোটপর্দা মাতিয়ে তারা সবাই চলচ্চিত্রে নাম লেখান। যদিও তিনজনের মধ্যে বড়পর্দায় নিশোই সবার পরে এসেছে। ব্যক্তিগত জীবনে তিনজনের মধ্যকার সম্পর্কটাও বরাবরই উষ্ণ। তবে ব্যক্তিগত জীবন নিয়ে নিশোর সাম্প্রতিক মন্তব্যে সেই উষ্ণতা কতদিন বজায় থাকবে কে জানে।
ইঙ্গিতবাহী মন্তব্যে শাকিব চুপ থাকলেও নিরব হোসাইন ঠিকই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনকে নিরব বলেন, দেশের প্রতিটি মিডিয়া আমার বিয়ের নিউজ ও দুই সন্তান জন্ম নেওয়ার সংবাদ প্রকাশ করেছে যথা সময়ে। এই বিষয়টি নিয়ে আমি কখনোই কোনো লুকোচুরি করিনি। সেটা মিডিয়ার সবাই জানে। আমার ভক্তরাও জানে, আমি আমার পরিবার নিয়ে কতোটা ওপেন এবং হ্যাপি। সেটা আমার সোশ্যাল হ্যান্ডেল খুললেও যে কেউ দেখতে পারেন। অথচ আমার সেই সততাকে গলা টিপে ধরলো আমারই বন্ধু নিশো। তাও আবার দেশের বাইরের একটা গণমাধ্যমে গিয়ে।
এরপরই আক্ষেপ করে নিশোর ছোঁড়া ইটের জবাবে পাটকেল মারেন নিরব। এ চলচ্চিত্র অভিনেতা বলেন, অথচ লজ্জার বিষয় আজ আর না বলেও পারছি না, আমার বন্ধু আফরান নিশো কবে বিয়ে করলো, কয়টা বাচ্চা হলো; সেটা আমি আজও জানতে পারলাম না। ভক্তরা দূরের কথা, মিডিয়ার তেমন কেউ জানে বলেও আমার মনে হয় না। কারণ, আমি ২০ বছরের পুরনো বন্ধু হয়েও জানি না। সেই নিশো এখন যদি অন্যদের ব্যক্তিজীবন নিয়ে ফতোয়া দিয়ে বেড়ায়, তাহলে কেমন লাগে বলেন!
তবে এটুকু সত্যি, আফরান নিশোর বক্তব্যের সত্যতা রয়েছে তার অপর বন্ধু নায়ক ইমনের বেলায়। তবুও প্রশ্ন থাকে, একজন শিল্পী কি আরেকজন শিল্পীর ব্যক্তিজীবন নিয়ে এভাবে নেতিবাচক বক্তব্য রাখতে পারেন! যদিও এ বিষয়ে শাকিব খানের মতো, ইমনেরও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে গত ২৯ জুন বাংলাদেশের ২৭টি প্রেক্ষাগৃহে সুড়ঙ্গ সিনেমাটি মুক্তি পায়। দর্শকদের কাছ থেকে ছবিটির অভাবনীয় ইতিবাচক সাড়ার পরেও সিনেমাটির হলসংখ্যা পরবর্তীতে আর বাড়েনি। তবে বাংলাদেশের চেয়েও পশ্চিমবঙ্গে বেশি হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি। আগামী ২১ জুলাই ভারতের পশ্চিমবঙ্গে র ২৯টি প্রেক্ষাগৃহে একযোগে সিনেমাটি প্রদর্শিত হবে।
আফরান নিশো ছাড়াও রায়হান রাফী পরিচালিত “সুড়ঙ্গ” সিনেমায় আরো অভিনয় করেছেন তমা মির্জা শহীদুজ্জামান সেলিম, মনির আহমেদ শাকিল, অশোক বেপারি প্রমুখ। সিনেমার একটি আইটেম গানে নেচেছেন নুসরাত ফারিয়া। ছবিটি প্রযোজনা করেছে আলফা আই এবং ওটিটি প্ল্যাটফর্ম চরকি।