ছাত্রলীগের দু’গ্রুপে দ্বন্দ্ব, চবির প্রধান ফটকে তালা

জাবেদুল ইসলাম স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
ছাত্রলীগের দু’গ্রুপে দ্বন্দ্ব, চবির প্রধান ফটকে তালা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রধান ফটকে তালা লাগানো যেন নিত্যনৈমিত্তিক ঘটনা। ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলসহ নানান ইস্যুতে ছাত্রলীগের কর্মীরা তালা ঝুলিয়ে দেয় চবি’র প্রধান ফটকে।

এবার কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ফটকে তালা দিয়েছে ছাত্রলীগ একাংশের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২০ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এসে তালা খুলে দেন।

জানা যায়, চলতি বছরের ৮ জুন চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলকে ক্যাম্পাস থেকে অবাঞ্ছিত ঘোষণা করে ছাত্রলীগের বগিভিত্তিক বিভিন্ন গ্রুপ। দীর্ঘদিন পর বৃহস্পতিবার ক্যাম্পাসে ফিরে মূল ফটকের সামনে দাঁড়িয়ে তার অনুসারীদের নিয়ে ‘জামাত শিবির ও বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্র বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ’ করছিলেন। এসময় একই শিরোনামে ফেসবুক লাইভ করছিলেন সভাপতি। সমাবেশের এক পর্যায়ে ছাত্রলীগের বগিভিত্তিক গ্রুপ বিজয়, ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স) ও নিজ গ্রুপ সিএফসির নেতাকর্মীদের দ্বারা ধাওয়ার শিকার হন রেজাউল হক। এদিকে অবাঞ্ছিত ঘোষণার পরও তার ক্যাম্পাসে প্রবেশের কারণে মূল ফটক আটকে তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে রুবেল বিরোধী গ্রুপগুলো।

সিএফসি গ্রুপের নেতা ও চবি ছাত্রলীগের সহ-সভাপতি মির্জা খবির সাদাফ বলেন, চবি ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটির সভাপতি রেজাউল হক রুবেলকে অনেক আগে ক্যাম্পাস থেকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। তিনি দীর্ঘদিন পর ক্যাম্পাসে ফিরে এসে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছিলেন। তখন আমরা তাকে প্রতিহত করি।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ছাত্রলীগের দু’গ্রুপে দ্বন্দ্ব, চবির প্রধান ফটকে তালা

ছাত্রলীগের দু’গ্রুপে দ্বন্দ্ব, চবির প্রধান ফটকে তালা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রধান ফটকে তালা লাগানো যেন নিত্যনৈমিত্তিক ঘটনা। ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলসহ নানান ইস্যুতে ছাত্রলীগের কর্মীরা তালা ঝুলিয়ে দেয় চবি’র প্রধান ফটকে।

এবার কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ফটকে তালা দিয়েছে ছাত্রলীগ একাংশের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২০ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এসে তালা খুলে দেন।

জানা যায়, চলতি বছরের ৮ জুন চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলকে ক্যাম্পাস থেকে অবাঞ্ছিত ঘোষণা করে ছাত্রলীগের বগিভিত্তিক বিভিন্ন গ্রুপ। দীর্ঘদিন পর বৃহস্পতিবার ক্যাম্পাসে ফিরে মূল ফটকের সামনে দাঁড়িয়ে তার অনুসারীদের নিয়ে ‘জামাত শিবির ও বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্র বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ’ করছিলেন। এসময় একই শিরোনামে ফেসবুক লাইভ করছিলেন সভাপতি। সমাবেশের এক পর্যায়ে ছাত্রলীগের বগিভিত্তিক গ্রুপ বিজয়, ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স) ও নিজ গ্রুপ সিএফসির নেতাকর্মীদের দ্বারা ধাওয়ার শিকার হন রেজাউল হক। এদিকে অবাঞ্ছিত ঘোষণার পরও তার ক্যাম্পাসে প্রবেশের কারণে মূল ফটক আটকে তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে রুবেল বিরোধী গ্রুপগুলো।

সিএফসি গ্রুপের নেতা ও চবি ছাত্রলীগের সহ-সভাপতি মির্জা খবির সাদাফ বলেন, চবি ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটির সভাপতি রেজাউল হক রুবেলকে অনেক আগে ক্যাম্পাস থেকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। তিনি দীর্ঘদিন পর ক্যাম্পাসে ফিরে এসে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছিলেন। তখন আমরা তাকে প্রতিহত করি।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত