মহারাষ্ট্রে ভূমিধসে নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
মহারাষ্ট্রে ভূমিধসে নিহত ১৬
এখনও নিখোঁজ শতাধিক গ্রামবাসী

ভারতের পশ্চিমের রাজ্য মহারাষ্ট্রের রায়গড় জেলায় ভূমিধসে ১৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ শতাধিক গ্রামবাসী। তাদের খোঁজে শুক্রবার সকাল থেকে নতুন করে উদ্ধারকাজ শুরু হয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, গত কয়েক দিন ধরেই মহারাষ্ট্রের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। তার মধ্যে রায়গড়ও রয়েছে। বুধবার রাত ১১টা নাগাদ জেলার ইরশালওয়াড়ির একটি আদিবাসী গ্রামে পাহাড়ের ঢাল বেয়ে ধস নামে। এই গ্রামে রয়েছে ৫০টি বাড়ি। এর মধ্যে ১৭টি বাড়ি ধসের নীচে চাপা পড়ে। মোট ২২৮ জন গ্রামবাসীর মধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে। ৯৩ জনকে খুঁজে পাওয়া গেছে। কিন্তু ৪৮ ঘণ্টা কেটে গেলেও এখনও নিখোঁজ রয়েছে ১১৯ জন গ্রামবাসী।

গ্রামবাসীদের উদ্ধারের কাজ যৌথ ভাবে চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ)। এ ছাড়া বহু পর্বতারোহী এই উদ্ধারকাজে শামিল হয়েছেন। স্থানীয় প্রশাসনের আশঙ্কা, ৫০ থেকে ১০০ জন গ্রামবাসী ধসের নীচে চাপা পড়ে থাকতে পারেন। তবে সঠিক সংখ্যাটি এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে তারা।

রায়গড়ে থেমে থেমে ভারী বৃষ্টি হওয়ায় উদ্ধারকাজ মাঝেমধ্যেই থমকে যাচ্ছে। উদ্ধারকারীরা জানাচ্ছেন, ভারী বৃষ্টির কারণে আরও ধস নামার আশঙ্কা বাড়ছে। ফলে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মহারাষ্ট্রে ভূমিধসে নিহত ১৬

মহারাষ্ট্রে ভূমিধসে নিহত ১৬
এখনও নিখোঁজ শতাধিক গ্রামবাসী

ভারতের পশ্চিমের রাজ্য মহারাষ্ট্রের রায়গড় জেলায় ভূমিধসে ১৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ শতাধিক গ্রামবাসী। তাদের খোঁজে শুক্রবার সকাল থেকে নতুন করে উদ্ধারকাজ শুরু হয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, গত কয়েক দিন ধরেই মহারাষ্ট্রের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। তার মধ্যে রায়গড়ও রয়েছে। বুধবার রাত ১১টা নাগাদ জেলার ইরশালওয়াড়ির একটি আদিবাসী গ্রামে পাহাড়ের ঢাল বেয়ে ধস নামে। এই গ্রামে রয়েছে ৫০টি বাড়ি। এর মধ্যে ১৭টি বাড়ি ধসের নীচে চাপা পড়ে। মোট ২২৮ জন গ্রামবাসীর মধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে। ৯৩ জনকে খুঁজে পাওয়া গেছে। কিন্তু ৪৮ ঘণ্টা কেটে গেলেও এখনও নিখোঁজ রয়েছে ১১৯ জন গ্রামবাসী।

গ্রামবাসীদের উদ্ধারের কাজ যৌথ ভাবে চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ)। এ ছাড়া বহু পর্বতারোহী এই উদ্ধারকাজে শামিল হয়েছেন। স্থানীয় প্রশাসনের আশঙ্কা, ৫০ থেকে ১০০ জন গ্রামবাসী ধসের নীচে চাপা পড়ে থাকতে পারেন। তবে সঠিক সংখ্যাটি এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে তারা।

রায়গড়ে থেমে থেমে ভারী বৃষ্টি হওয়ায় উদ্ধারকাজ মাঝেমধ্যেই থমকে যাচ্ছে। উদ্ধারকারীরা জানাচ্ছেন, ভারী বৃষ্টির কারণে আরও ধস নামার আশঙ্কা বাড়ছে। ফলে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত