দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, চালকসহ নিহত ২

জাবেদুল ইসলাম স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, চালকসহ নিহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রাইভেটকার ধাক্কা দিলে ঘটনাস্থলে চালক মাহবুব (৩৫) এবং যাত্রী মাইনুদ্দিন (৩৭) নামের দু’জন নিহত হয়।

বুধবার (২৬ জুলাই) ভোরে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট বাজার এলাকার ঢাকামুখী লেইনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন প্রাইভেটকারের আরও ৩ যাত্রী।

নিহত মাহবুব কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্বমারা এলাকার মো. সোবহানের পুত্র এবং একই এলাকার ফুল মিয়ার পুত্র মো. মাইনুদ্দিন।

এ ঘটনায় আহতরা হলেন- মাইনুদ্দিনের স্ত্রী মৌসুমী (৩৫), দুই ছেলে মেজবা (৮) ও মাহাতাব (৫)। তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েচেন বলে জানাযায়।

পুলিশ জানায়, ভোরে কক্সবাজার থেকে কুমিল্লায় যাওয়ার পথে মিরসরাইয়ের হাদিফকিরহাট এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির প্রাইভেটকারটি ধাক্কা দিলে চালকসহ দুইজন ঘটনাস্থলে নিহত হয়। পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই প্রাইভেটকার চালক মাহবুব ও যাত্রী মো. মাইনুদ্দিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুমিরা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতের রয়েছে। ধারণা করা হচ্ছে, চালক চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, চালকসহ নিহত ২

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, চালকসহ নিহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রাইভেটকার ধাক্কা দিলে ঘটনাস্থলে চালক মাহবুব (৩৫) এবং যাত্রী মাইনুদ্দিন (৩৭) নামের দু’জন নিহত হয়।

বুধবার (২৬ জুলাই) ভোরে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট বাজার এলাকার ঢাকামুখী লেইনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন প্রাইভেটকারের আরও ৩ যাত্রী।

নিহত মাহবুব কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্বমারা এলাকার মো. সোবহানের পুত্র এবং একই এলাকার ফুল মিয়ার পুত্র মো. মাইনুদ্দিন।

এ ঘটনায় আহতরা হলেন- মাইনুদ্দিনের স্ত্রী মৌসুমী (৩৫), দুই ছেলে মেজবা (৮) ও মাহাতাব (৫)। তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েচেন বলে জানাযায়।

পুলিশ জানায়, ভোরে কক্সবাজার থেকে কুমিল্লায় যাওয়ার পথে মিরসরাইয়ের হাদিফকিরহাট এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির প্রাইভেটকারটি ধাক্কা দিলে চালকসহ দুইজন ঘটনাস্থলে নিহত হয়। পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই প্রাইভেটকার চালক মাহবুব ও যাত্রী মো. মাইনুদ্দিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুমিরা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতের রয়েছে। ধারণা করা হচ্ছে, চালক চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত