রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে আজ মঙ্গলবার (১ আগস্ট) সমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকার পুনর্বহাল এবং আলেম ওলামা ও জামায়াত আমিরের মুক্তি দাবিতে আজ বেলা ২টায় এই সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জামায়াত।
গতমাস থেকে অনুমতি সাপেক্ষে আন্দোলন করলেও এবার অনুমতি ছাড়াই মাঠে নামছে দলটি। এই সমাবেশের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়ে আবেদন করেছে দলটি।
এবার সমাবেশ করতে আর অনুমতির অপেক্ষা করছে না জামায়াতে ইসলামী। চলমান সরকার পতনের আন্দোলনে যুগপত্ভাবে না থাকলেও এককভাবেই মাঠে আছে জামায়াত।
সংবাদ সম্মেলন করে জামায়াত জানিয়েছে, সমাবেশের জন্য তারা প্রশাসনকে অবহিত করেছে; কিন্তু অনুমতির কোনো বিষয় নেই এটাও জানিয়েছে।