ইন্টার মিলানের কাছেও হারল পিএসজি

স্পোর্টস ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
ইন্টার মিলানের কাছেও হারল পিএসজি
ছবি: সংগৃহীত

নতুন মৌসুমের জন্য প্রস্তুতি নিচ্ছে ইউরোপিয়ান ফুটবলের সব দল। তাই প্রাক মৌসুমে দলের শক্তিমত্তা পরীক্ষা-নিরীক্ষা করার এবং কৌশল সাজানোর একটা সুযোগ পায় ক্লাবগুলো। তবে প্রাক মৌসুমে নিজেদের প্রস্তুতিতে সামনে কঠিন সময়ের যেন আভাসই দিল পিএসজি। নতুন কোচ লুইস এনরিকের অধীনে ফরাসি চ্যাম্পিয়নরা একের পর এক হতাশ হয়ে মাঠ ছাড়ছে।

মঙ্গলবার (১ আগস্ট) জাপান ন্যাশনাল স্টেডিয়ামে প্রাক মৌসুমের প্রীতি ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নেমেছিল এমবাপ্পে মেসিকে ছাড়া নতুন মৌসুম শুরুর অপেক্ষায় থাকা পিএসজি। ম্যাচে প্রথমে লিড নিলেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হার নিয়ে মাঠ ছেড়েছে প্যারিসের দলটি। এ নিয়ে প্রাক মৌসুমের চার ম্যাচের মধ্যে দুটিতে হার ও একটিতে ড্র দেখেছে তারা।

এদিন ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে প্রথমে লিড নেয় পিএসজি। পর্তুগালের মিডফিল্ডার ভিতিনহার গোলে এগিয়ে যায় প্যারিসিয়ানরা। এরপর আক্রমণে আরও ধার বাড়ায় গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা ইন্টার মিলান।

ফলে নির্ধারিত সময়ের আগেই তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে জয় তুলে নেয় মিলানের ক্লাবটি। ৮১ মিনিটে সেবাস্তিয়ানো ইস্পোজিতোর গোলে সমতায় ফেরার পর ৮৩ মিনিটে স্টেফানো সেনসি গোল করে দলকে জয় এনে দেন।

সৌদির ক্লাব আল নাসরের বিপক্ষে প্রাক মৌসুম শুরু করে পিএসজি। ওই ম্যাচ গোল শূন্য সমতায় শেষ হয়। পরের ম্যাচে জাপানের ক্লাব সেরেজো ওসাকার বিপক্ষে ৩-২ গোলে হারে পিএসজি। তৃতীয় ম্যাচে লে হাভরি এসির বিপক্ষে জয় পায় লা প্যরিসিয়ানরা।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ইন্টার মিলানের কাছেও হারল পিএসজি

ইন্টার মিলানের কাছেও হারল পিএসজি
ছবি: সংগৃহীত

নতুন মৌসুমের জন্য প্রস্তুতি নিচ্ছে ইউরোপিয়ান ফুটবলের সব দল। তাই প্রাক মৌসুমে দলের শক্তিমত্তা পরীক্ষা-নিরীক্ষা করার এবং কৌশল সাজানোর একটা সুযোগ পায় ক্লাবগুলো। তবে প্রাক মৌসুমে নিজেদের প্রস্তুতিতে সামনে কঠিন সময়ের যেন আভাসই দিল পিএসজি। নতুন কোচ লুইস এনরিকের অধীনে ফরাসি চ্যাম্পিয়নরা একের পর এক হতাশ হয়ে মাঠ ছাড়ছে।

মঙ্গলবার (১ আগস্ট) জাপান ন্যাশনাল স্টেডিয়ামে প্রাক মৌসুমের প্রীতি ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নেমেছিল এমবাপ্পে মেসিকে ছাড়া নতুন মৌসুম শুরুর অপেক্ষায় থাকা পিএসজি। ম্যাচে প্রথমে লিড নিলেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হার নিয়ে মাঠ ছেড়েছে প্যারিসের দলটি। এ নিয়ে প্রাক মৌসুমের চার ম্যাচের মধ্যে দুটিতে হার ও একটিতে ড্র দেখেছে তারা।

এদিন ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে প্রথমে লিড নেয় পিএসজি। পর্তুগালের মিডফিল্ডার ভিতিনহার গোলে এগিয়ে যায় প্যারিসিয়ানরা। এরপর আক্রমণে আরও ধার বাড়ায় গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা ইন্টার মিলান।

ফলে নির্ধারিত সময়ের আগেই তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে জয় তুলে নেয় মিলানের ক্লাবটি। ৮১ মিনিটে সেবাস্তিয়ানো ইস্পোজিতোর গোলে সমতায় ফেরার পর ৮৩ মিনিটে স্টেফানো সেনসি গোল করে দলকে জয় এনে দেন।

সৌদির ক্লাব আল নাসরের বিপক্ষে প্রাক মৌসুম শুরু করে পিএসজি। ওই ম্যাচ গোল শূন্য সমতায় শেষ হয়। পরের ম্যাচে জাপানের ক্লাব সেরেজো ওসাকার বিপক্ষে ৩-২ গোলে হারে পিএসজি। তৃতীয় ম্যাচে লে হাভরি এসির বিপক্ষে জয় পায় লা প্যরিসিয়ানরা।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত