লক্ষ্মীপুরের রামগতিতে পূর্ব বিরোধের জেরে আব্দুর রহিম নামে এক ইউপি সদস্যের বসতঘরে অগ্নিসংযোগ এবং তার স্ত্রীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত সোমবার রাতে উপজেলার চরবাদাম ইউনিয়নের কারামতিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ইউপি সদস্যের পরিবার জানায়, স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে একই ওয়ার্ডের সাবেক সদস্য খুরশিদ আলমের সঙ্গে আব্দুর রহিমের পরিবারের বিরোধ চলে আসছিল। এর জেরে তারা রহিমকে বিভিন্ন সময় হুমকি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। সোমবার রাতে ইউপি সদস্য রহিম বাড়িতে না থাকায় খুরশিদের ছেলে শ্রমিক লীগ নেতা মো. সাইফুদ্দিন, নাসির উদ্দিন ও আবুল বাসার লোকজন নিয়ে রহিমের বসতঘরে অগ্নিসংযোগ করে।
এ সময় রহিমের স্ত্রী নাছরিন আক্তার ঘর থেকে বের হলে তারা তাকে মারধরসহ শ্লীলতাহানি করে। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
নাছরিন আক্তার বলেন, ‘আমার স্বামী বাড়িতে না থাকায় বৃদ্ধ শশুরসহ ঘরে ঘুমাচ্ছিলাম। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ ঘুম ভেঙে গেলে দেখি বসতঘরের এক পাশে আগুন জ্বলছে। এ সময় বাইরে এসে সাইফুদ্দিনসহ অন্যদের দেখতে পাই। তখন তারা আমাকে পিটিয়ে আহত করে এবং শ্লীলতাহানি করে।
স্থানীয় আজাদ উদ্দিন, জসিম উদ্দিন, ফরহাদ হোসেন ও ইলিয়াস হোসেন জানান, চিৎকার শুনে তারাসহ এলাকার কয়েকশ মানুষ ছুটে যায়। পরে পুকুর থেকে পানি এনে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে খুরশিদ আলমের ছেলে শ্রমিক লীগ নেতা মো. সাইফুদ্দিন জানান, তারা এ ঘটনার সঙ্গে জড়িত নয়। তাদেরকে ফাঁসানোর জন্য নিজেদের ঘরে আগুন দিয়ে তারা এ নাটক সাজিয়েছেন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। তবে এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ হবে।