বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (৩ আগস্ট) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বাংলা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি সংবাদমাধ্যমকে বলেন, “শুক্রবার (৪ আগস্ট) জামায়াতে ইসলামীকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়া হচ্ছে না।”
এর আগে ১ আগস্ট বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর ফটকে সমাবেশের অনুমতি চায় জামায়াতে ইসলামী। সেখানে অনুমতি না পেয়ে শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দেয়।
বায়তুল মোকাররমের ফটকে সমাবেশের অনুমতি না দেওয়ার কারণ সম্পর্কে তখন ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছিল, জামায়াতের এই সমাবেশকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ড হতে পারে বলে তাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে। এ কারণেই সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।