ভারতের ত্রিপুরা ও উত্তর-পূর্ব অন্য রাজ্যের ব্যবসায়ীদের পণ্য পরিবহনের জন্য চারটি রুটের অনুমোদন দিয়েছে বাংলাদেশ।
এ চার রুট হলো চট্টগ্রাম বন্দর-আখাউড়া-আগরতলা, মোংলা বন্দর-আখাউড়া-আগরতলা, চট্টগ্রাম-বিবিরবাজার-শ্রীমন্তপুর এবং মোংলা বন্দর-বিবিরবাজার-শ্রীমন্তপুর।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ত্রিপুরার শিল্প ও বাণিজ্যমন্ত্রী শান্ত্বনা চাকমা বলেন, ভারত ও বাংলাদেশ একটি চুক্তি স্বাক্ষর করেছে, যাতে ভারতীয় ব্যবসায়ীরা পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করতে পারেন।
এ বছরের এপ্রিলে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় ত্রিপক্ষীয় সম্মেলনে অংশ নেয় বাংলাদেশ, ভারত ও জাপান।
ভারতের উত্তর-পূর্বে অবস্থিত একটি গবেষণা প্রতিষ্ঠান এশিয়ান ইনফ্লুয়েন্স এই অনুষ্ঠানের আয়োজন করে। এর আগে তারা একটি জরিপ চালায়।
সমীক্ষা প্রতিবেদনে পরামর্শ দেওয়া হয়েছে, ভারত ও বাংলাদেশের বাণিজ্য সহজতর করার লক্ষ্যে কাজ করা উচিত।