বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের হত দরিদ্র আটো ভ্যান চালক মোঃ সুমন মুন্সীর বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। মাথা গোঁজার শেষ ঠাঁইটুকু চোখের নিমিষে পুড়ে ছাই হয়ে যাওয়ায় অসহায় হয়ে পরেছেন তিনি।
বুধবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৭ টার দিকে উত্তর রহমতপুর এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সুমন মুন্সী উত্তর রহমতপুর এলাকার মৃত্যু চাঁন মুন্সীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান , সন্ধ্যায় সুমন আটো ভ্যান নিয়ে কাজের সন্ধানে বাজারে অবস্থান করছিলেন। এসময় ঘরে থাকা তার স্ত্রী ও কন্যা সন্তান ঘরে তালা মেরে এক প্রতিবেশির বাড়িতে গেলে কিছুক্ষন পরে আগুনের সূত্রপাত ঘটে। সুমনের বউ পাশের ঘর থেকে বের হয়ে আগুন দেখে ডাক চিৎকার দিলে স্থানীয়রা এসে ফায়ার সার্ভিস খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল পৌছানোর আগেই পুরো ঘরটি ভস্মীভূত হয়ে যায়।
স্থানীয় লিটন কাজী বলেন,পরিবারটি খুবই গরীব। থাকার মতো একটি ঘরই ছিল তার। আগুনে পুড়ে গেছে। সকলের দরিদ্র পরিবারটির পাশে দাঁড়ানো উচিত। ভুক্তভোগী সুমন মুন্সী বলেন, আমার এই ঘরটি নির্মান করতে অনেকেই সাহায্য করেছিলেন। আর্থিক ভাবে খুবই অসহায়। আটো ভ্যান চালিয়ে জীবন-যাপন করি। ঘরটি পুড়ে যাওয়ায় নিঃস্ব হয়ে গেছি। বাবুগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা বলেন, ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। কি কারনে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। এতে একটি ঘর ও ঘরে থাকা সকল আসবাবপত্র পুড়ে গেছে।
বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতিমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, রহমতপুর ইউনিয়নের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, বাবুগঞ্জ উপজেলা ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক মোঃ শাহিন হোসেন। এসময় সুমনের পরিবারকে শুকনো খাবার, চাল, ডাল, তেল এবং কম্বল বিতরণ করেন। এ ছাড়া ক্ষতিগ্রস্ত সুমনকে সরকারি সহযোগিতা করবেন বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতিমা জানান।