মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ছোট বাহাদুরপুর এলাকায় পদ্মা নদীর তীর রক্ষায় বেড়িবাঁধ নির্মাণকাজ পরিদর্শনের সময় আমান উল্লাহ (২৫) নামে এক প্রকৌশলী নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে পদ্মা নদীতে নামার পর থেকে তিনি নিখোঁজ হন। বিষয়টি নিশ্চিত করেছেন হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য।
আমান খুলনার রূপসা উপজেলার দেয়াড়া গ্রামের বাসিন্দা।
সুমন কুমার আদিত্য জানান, উপজেলার রামকৃষ্ণপুর থেকে গোপীনাথপুর পর্যন্ত চার কিলোমিটার পদ্মা নদীর তীর রক্ষার কাজ করছে “এস কে ইমদাদুল হক অ্যান্ড জামিল ইকবাল কোম্পানি” নামে একটি প্রতিষ্ঠান। মৃত আমান উল্লাহ প্রতিষ্ঠানটির কনসালটেন্ট ফার্মের ডুবুরি দলের প্রকৌশলী।
তিনি আরও জানান, “মঙ্গলবার ১১টা ৪৫ মিনিটের দিকে নদীতে জিও ব্যাগ নিয়মমাফিক দেওয়া হয়েছে কি-না দেখার জন্য আসেন আমান উল্লাহ। এ সময় তিনি অক্সিজেন মাস্ক ও যাবতীয় সরঞ্জামসহ আরেক ডুবুরি মীর সাজ্জাদ হোসেনকে (৫১) সঙ্গে নিয়ে পানির নিচে যান। ১৫ মিনিট পর আমান ভেসে উঠে সাহায্যের জন্য হাত উঁচু করেন। তখন নদীর পাড়ে থাকা অপর ডুবুরি জাহিদ পানিতে নামেন। কিন্তু ততক্ষণে আমান তলিয়ে যান। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজ প্রকৌশলীর সন্ধানে ছয়জন ডুবুরি কাজ করছেন।
বেড়িবাঁধের সাইট ম্যানেজার (হিসাব) প্রদীপ বিশ্বাস বলেন, “আমি ছুটিতে আছি। বাঁধের কাজে থাকা লোকজন আমাকে জানিয়েছেন, আমান উল্লাহ দুপুরে রিপোর্ট করার জন্য নিজেই পানিতে নামেন। তিনি পানির নিচ থেকে উঠে না আসায় খোঁজাখুঁজি চলছে।”