চট্টগ্রামে বন্যার পানিতে নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার

ন্যাশনাল ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
চট্টগ্রামে বন্যার পানিতে নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার
বন্যা/ফাইল ছবি

চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলায় বন্যার পানিতে ভেসে গিয়ে নিখোঁজ ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৯ আগস্ট) সন্ধ্যার দিকে পৃথক স্থান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

লাশ উদ্ধার হওয়া তিনজন হলেন- চন্দনাইশ উপজেলার আবু সৈয়দ (৮১) ও আনিস (১২)। তারা সম্পর্কে দাদা-নাতি। অপরদিকে সাতকানিয়া উপজেলা থেকে সানজিদা আক্তার (৪) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, চন্দনাইশে বন্যার পানিতে ভেসে গিয়ে নিখোঁজ দাদা ও নাতির লাশ পাওয়া গেছে। গতকাল তারা বন্যার পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হন।

সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ রুহুল্লাহ চৌধুরী বলেন, মঙ্গলবার নারী ও শিশুসহ ৮ জনকে নিয়ে একটি নৌকা ডুবে যায়। তাৎক্ষণিক ৪ জনকে উদ্ধার করা হলেও বাকিরা নিখোঁজ হয়। এর মধ্যে, বুধবার বিকেলে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চট্টগ্রামে বন্যার পানিতে নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার

চট্টগ্রামে বন্যার পানিতে নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার
বন্যা/ফাইল ছবি

চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলায় বন্যার পানিতে ভেসে গিয়ে নিখোঁজ ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৯ আগস্ট) সন্ধ্যার দিকে পৃথক স্থান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

লাশ উদ্ধার হওয়া তিনজন হলেন- চন্দনাইশ উপজেলার আবু সৈয়দ (৮১) ও আনিস (১২)। তারা সম্পর্কে দাদা-নাতি। অপরদিকে সাতকানিয়া উপজেলা থেকে সানজিদা আক্তার (৪) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, চন্দনাইশে বন্যার পানিতে ভেসে গিয়ে নিখোঁজ দাদা ও নাতির লাশ পাওয়া গেছে। গতকাল তারা বন্যার পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হন।

সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ রুহুল্লাহ চৌধুরী বলেন, মঙ্গলবার নারী ও শিশুসহ ৮ জনকে নিয়ে একটি নৌকা ডুবে যায়। তাৎক্ষণিক ৪ জনকে উদ্ধার করা হলেও বাকিরা নিখোঁজ হয়। এর মধ্যে, বুধবার বিকেলে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত