বরিশালের উজিরপুরে সাকুরা পরিবহনের চাপায় দুলাল খান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সকাল সারে ৯ টায় উপজেলার ইছলাদি নামক এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়ক পারাপার হওয়ার সময় সাকুরা পরিবহনের চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হলে চালক পরিবহনটি নিয়ে পালিয়ে যায়। নিহত দুলাল খান শিকারপুর ইউনিয়নের দক্ষিন মাদার্শী গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়- উপজেলার মাদারসী গ্রামের বাসিন্দা দুলাল সকাল ৯টার দিকে ইছলাদি এলাকায় পায়ে হেটে মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় বেপরোয়া গতির একটি সাকুরা পরিবহন যাত্রীবাহী বাস এসে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম গিয়ে পথচারীর লাশ উদ্ধার করে এবং তা ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। বাস ও চালককে আটক করতে আামাদের কাজ চলমান আছে।