দিনাজপুরের পার্বতীপুরে রেল সেতু পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে দাদি ও নাতনির মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর গ্রামের আব্দুল মজিদের স্ত্রী মর্জিনা বেগম (৬০) ও তার নাতনি সাথি বেগম (৯)। সাথি সাফিয়ার হোসেনের মেয়ে।
শনিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে পার্বতীপুর তিলাই নদী রেলপথের সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
দিনাজপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, “এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।”
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পার্বতীপুর পৌরসভার নামাপাড়ায় মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন মর্জিনা বেগম। সেখান থেকে ফেরার পথে ৭/৮ জনের একটি দল রেল সেতু পর হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস চলে আসে। বাকি সবাই পার হতে পারলেও মর্জিনা ও তার নাতনি আটকা পড়েন। তারা দুজনেই ট্রেনের ধাক্কায় রেল লাইনে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেযে প্রথমে পার্বতীপুর রেলওয়ে পুলিশ মরদেহ দুইটি উদ্ধার করে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি হস্তান্তর করা হয়।