চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন আখতারুজ্জামান ফ্লাইওভারের মোটরসাইকেল দুর্ঘটনায় চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রলীগ নেতা মোঃ ইমরান (২৩) ও তার বান্ধবী নাহিদা সুলতানা (২১) নামের দুজন নিহত হয়েছেন।
সোমবার রাত (২১ আগস্ট) দিবাগত রাত সাড়ে দশটার দিকে ফ্লাইওভারের ওয়াসা থেকে জিইসি মোড়ের মধ্যবর্তী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইমরান নগরী সদরঘাট থানার মাদার বাড়ির দারোগার হাট এলাকার ইউনুস মোল্লার পুত্র এবং নাহিদা কক্সবাজার জেলার চকরিয়া রাসেল চৌধুরীর কন্যা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিকুল ইসলাম দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রাত সাড়ে ১০ দিকে খুলশী থানাধীন ওয়াসা এবং জিইসি মোড় এর মধ্যবর্তী স্থানে ফ্লাইওভারের উপরে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে গুরুতর আহত দুইজন মোটরসাইকেল আরোহীকে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষনা করেন।
জানাগেছে, নিহত ইমরান সিটি কলেজ ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য ও নাহিদা সুলতানা একই কলেজের শিক্ষার্থী ছিলেন।