চট্টগ্রাম নগরের গোয়েন্দা পুলিশ(উত্তর ও দক্ষিণ) বিভাগের টিম-৩১ এর অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার দায়ে ৩৯ জন নারী পুরুষকে আটক করা হয়েছে।
শনিবার (২৬ আগস্ট) গণমাধ্যম কর্মীদের বিষয়টি জানানো হয়। এরআগে শুক্রবার (২৫ আগস্ট) রাতে নগরের চান্দগাঁও থানাধীন হোটেল রিগ্যাল প্যালেস আবাসিক থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সুজন দাশ, গিয়াস উদ্দিন, মোঃ ফাহিম, মোঃ লিটন, মোঃ মহিউদ্দিন, মোঃ জাবেদ হোসেন, মোঃ নুরুল ইসলাম রাকিব, মোঃ ইলিয়াছ, মোঃ ইব্রাহীম প্রঃ জনি, মোঃ শিপন সর্দার, মোঃ আব্দুল সামাদ, সজিব, শাহদাৎ, আসিফ হাওলাদার, টিকলু বসাক, সাখাওয়াত হোসেন, রবিউল হোসেন রবি, মোঃ সেকান্দর হোসেন, জীবন আরা, কলি আক্তার, নাঈমা আক্তার, নুসরাত জাহান বেবি, রৌশন আরা, আসমা আক্তার, ইয়ানুর গেম, জোাৎন্না আক্তার, সুমি আক্তার, আকলিমা খাতুন ফেরদৌস, ফেরদোসী জাহান, ফারবিনা আক্তার রাফা, নাফিজা জান্নাত, ফারজানা আক্তার, ফরিদা ইয়াসমিন, জাহানারা আক্তার, ফরহাদ ইসমা, মোঃ ইমাদ উদ্দিন, মোঃ আব্দুর রাকিব অভি, মোঃ আরিফ হোসেন ও সাইফুল ইসলাম হিরু।
আটককৃতদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় একটি নন এফ আই আর প্রসিকিউসন রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।