ধামরাইয়ে উৎসবের আমেজে ফুটবল টুর্নামেন্ট শুরু

স্টাফ রিপোর্টার এজেড নিউজ বিডি, ঢাকা
ধামরাইয়ে উৎসবের আমেজে ফুটবল টুর্নামেন্ট শুরু
গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া গ্রামে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়/

উৎসবের আমেজে সাজ সাজ রবে ঢাকার ধামরাইয়ে শুরু হয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

শুক্রবার (১ সেপ্টেম্বর) উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া গ্রামে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

গাঙ্গুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লার পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্ট আয়োজন করেছে চারিপাড়া-হাতকোড়া-বারবাড়িয়া একতা সংঘ নামে একটি সংগঠন।

শুক্রবার খেলার মাঠে আয়োজিত উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন, ধামরাই পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কবীর মোল্লা, ধামরাই উপজেলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, বালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহমদ হোসেন, আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান সুমন ভূঁইয়াসহ স্থানীয় গণ্যমান্যরা।

উদ্বোধনী খেলায় নরসিংদী ব্রাদার্স ইউনিয়ন ও গোলাম মোস্তফা স্মৃতি স্পোর্টিং ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করে।

আয়োজকরা জানান, তিন পর্বে এ খেলায় আটটি দল অংশ নেবে। ফাইনালে বিজয়ী দলকে দুই লাখ টাকা ও রানার্স আপ দলকে দেড় লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক কমিটির সভাপতি আলতাফ হোসেন বলেন, “আমরা প্রতিবছর খেলা আয়োজন করছি। সামনেও করবো। এজন্য মাঠটি সংস্কারে সহযোগিতা প্রয়োজন।”

গাঙ্গুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লা বলেন, “খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজের মধ্যে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। এই অঞ্চলের তরুণদের মধ্যে মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।”

উদ্বোধক গোলাম কবীর মোল্লা বলেন, “আমি নিজে একসময় ফুটবল খেলেছি। এই মাঠেও খেলেছি। প্রতি বছর যে আয়োজন করা হচ্ছে তা একটি উদাহরণ। বঙ্গবন্ধুর নামে এ টুর্নামেন্টের মাধ্যমে সবার মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে যাবে এই প্রত্যাশা করছি। এ সময় তিনি মাঠ সংস্কারে আর্থিক অনুদানের ঘোষণা দেন।”

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ধামরাইয়ে উৎসবের আমেজে ফুটবল টুর্নামেন্ট শুরু

ধামরাইয়ে উৎসবের আমেজে ফুটবল টুর্নামেন্ট শুরু
গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া গ্রামে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়/

উৎসবের আমেজে সাজ সাজ রবে ঢাকার ধামরাইয়ে শুরু হয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

শুক্রবার (১ সেপ্টেম্বর) উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া গ্রামে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

গাঙ্গুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লার পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্ট আয়োজন করেছে চারিপাড়া-হাতকোড়া-বারবাড়িয়া একতা সংঘ নামে একটি সংগঠন।

শুক্রবার খেলার মাঠে আয়োজিত উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন, ধামরাই পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কবীর মোল্লা, ধামরাই উপজেলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, বালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহমদ হোসেন, আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান সুমন ভূঁইয়াসহ স্থানীয় গণ্যমান্যরা।

উদ্বোধনী খেলায় নরসিংদী ব্রাদার্স ইউনিয়ন ও গোলাম মোস্তফা স্মৃতি স্পোর্টিং ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করে।

আয়োজকরা জানান, তিন পর্বে এ খেলায় আটটি দল অংশ নেবে। ফাইনালে বিজয়ী দলকে দুই লাখ টাকা ও রানার্স আপ দলকে দেড় লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক কমিটির সভাপতি আলতাফ হোসেন বলেন, “আমরা প্রতিবছর খেলা আয়োজন করছি। সামনেও করবো। এজন্য মাঠটি সংস্কারে সহযোগিতা প্রয়োজন।”

গাঙ্গুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লা বলেন, “খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজের মধ্যে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। এই অঞ্চলের তরুণদের মধ্যে মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।”

উদ্বোধক গোলাম কবীর মোল্লা বলেন, “আমি নিজে একসময় ফুটবল খেলেছি। এই মাঠেও খেলেছি। প্রতি বছর যে আয়োজন করা হচ্ছে তা একটি উদাহরণ। বঙ্গবন্ধুর নামে এ টুর্নামেন্টের মাধ্যমে সবার মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে যাবে এই প্রত্যাশা করছি। এ সময় তিনি মাঠ সংস্কারে আর্থিক অনুদানের ঘোষণা দেন।”

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত