সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল ওহাব। তিনি গাবুরার খতিব গাজীর ছেলে। বর্তমানে পাতাখালি ফাজিল মাদরাসায় প্রভাষক হিসেবে কর্মরত। দীর্ঘ ৪১ বছর তিনি খোলপেটুয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন।
ইমামতির শেষ দিনে শনিবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার উপকূলীয় গাবুরার ১২২ নং খোলপেটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অডিটোরিয়মে মসজিদের পক্ষ থেকে বর্ণিল আয়োজনে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে মাওলানা আব্দুল ওহাব বলেন, ১৯৮২ সালে ২৩ বছর বয়সে গাবুরার খোলপেটুয়া জামে মসজিদে ইমামের দায়িত্ব নিই। দীর্ঘ ৪১ বছর একই মসজিদে সততা ও নিষ্ঠার সঙ্গে ইমামের দায়িত্ব পালন করেছি। বার্ধক্যজনিত কারণে অবসর নিলাম। মুসল্লিরা আমাকে এমন বর্ণিল আয়োজনে বিদায় দেবেন সেটা কখনো কল্পনা করতে পারিনি। মানুষের এত ভালোবাসা পেয়ে চোখের পানি ধরে রাখতে পারিনি। সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।
সংবর্ধনা অনুষ্ঠানে বর্তমান ইমাম মাওলানা আলমগীর কবীরের সভপতিত্বে উপস্থিত ছিলেন গাবুরা ইউপির সাবেক চেয়ারম্যান ও ইমাম ইসাহাক আলী, বুড়িগোয়ালিনী ফরেস্ট জামে মসজিদের ইমাম হাফেজ রেজাউল করিম, চাঁদনীমুখা আলিম মাদরাসার শিক্ষক মাওলানা আবুবকর সিদ্দীক, আরবি প্রভাষক মাওলানা আলমগীর কবীর প্রমুখ।
ইমামকে বিদায় সংবর্ধনা দিয়ে সাতক্ষীরায় বিরল দৃষ্টি স্থাপন করেছে মসজিদ কমিটি। মাওলানা আব্দুল ওহাব বার্ধক্যজনিত কারণে অবসরে যাওয়ায় এ সংবর্ধনার আয়োজন করে কর্তৃপক্ষ।