ঝিনাইদহের কালীগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় ইসমাইল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (৮ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ উপজেলার বেজপাড়া তেলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন উপজেলার বেজপাড়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বাড়ি থেকে বেজপাড়া তেলপাম্পে যাচ্ছিলেন বৃদ্ধ ইসমাইল হোসেন। পথে বেজপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনের রাস্তা পার হওয়ার সময় কালীগঞ্জ থেকে ঝিনাইদহগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, ওই দুর্ঘটনায় মাইক্রোবাসটি জব্দ করা হলেও চালক পলাতক।