সাতক্ষীরায় বাসের ধাক্কায় ইজিবাইক আরোহী ফকির আহমেদ শাহ(৫৬) নামের এক কলেজ প্রভাষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার(১০ জানুয়ারি) বেলা ১০টায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শাহদাহ ভৈরবপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
নিহতের ভাইপো আব্দুল মতিন জানান, ফকির আহমেদ শাহ আজ সকালে সাতক্ষীরা থেকে ইজিবাইকে চড়ে নিজ কর্মস্থল হারুন অর রশিদ কলেজে যাচ্ছিলেন। এসময় শাকদাহ নামক স্থানে পৌছালে পেছন থেকে খুলনাগামী একটি দ্রুতগতির বাস ইজিবাইকটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ইজিবাইকটি পাল্টি খেয়ে রাস্তার ধারে পড়ে গেলে ফকির আহমেদ শাহ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। খুলনায় নিয়ে যাবার পথে বেলা দেড়টায়
তিনি মারা যান।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ(ওসি) ওসি কাঞ্চন কুমার রায় জানান, ‘নিহত ফকির আহমেদ শাহ পাটকেলঘাটা হারুন অর রশিদ কলেজের বাংলা বিভাগের প্রভাষক ছিলেন।
নিহতের পরিবার অভিযোগ দিলে লাশের ময়নাতদন্ত করা হবে। এছাড়া আহত ইজিবাইক চালককে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।