বাংলাদেশ ছাত্র ফেডারেশন ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মুক্তিসংগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় সংগঠনটির জেলা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সভাপতি মোহাম্মদ জাবেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম সাফিনের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, গণসংতি আন্দোলনের জেলা আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলু, সদস্য সচিব আরিফুর রহমান মিরাজ ও সদস্য নজরুল ইসলাম খান।
এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশনের জেলা কমিটির সহ-সভাপতি হাছিব আহমেদ, সহ- সম্পাদক শারমিন শ্রুতি, সাংগঠনিক সম্পাদক রাইদুল ইসলাম সাকিব, বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক জামান কবির প্রমুখ।আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, “মহাকালে মানুষের মুক্তির সংগ্রামের ঐতিহাসিক ধারাতেই আমাদের সংগ্রাম বহমান। আমাদের সংগঠনের ৩৮ বছরের সংগ্রামী যাত্রার অতীতের সংগ্রাম, অর্জন ও ব্যর্থতার খতিয়ান জনগণের কাছে তোলা আছে।
নেতৃবৃন্দ সরকারের সমালোচনা করে বলেন, “সরকারের অদক্ষতা-দুর্নীতির কারণে আজ সকল কিছুর দাম বেড়েছে। তারই ধারাবাহিকতায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে, কাগজসহ শিক্ষা উপকরণের দাম বেড়েছে দ্বিগুন। আমরা অবিলম্বে সরকারকে কাগজসহ শিক্ষা উপকরণের দাম কমানোর জন্য দাবী জানাচ্ছি। বর্তমান সরকার কাছের লোকদের বিপুল পরিমাণ অর্থ পাচারের সুযোগ দিয়ে দেশের অর্থনীতিকে সংকটের মুখে ফেলেছে আর সমস্ত দায় তারা চাপাচ্ছেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের উপরে। আমরা বলতে চাই বর্তমান সরকারের চুরি-দুর্নীতিই আমাদের এই অর্থনৈতিক সংকটের মুখে ফেলেছে। নতুন বছরে বই উৎসব করে শিক্ষার্থীদের মাঝে নিম্ন মানের ভুলে ভরা বই সরবরাহ করেছে সরকার।
বই উৎসবে এনে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয়েছে দ্বিতীয় শ্রেণির বই। আর আমাদের শিক্ষামন্ত্রী প্রকাশ্যে বলছেন, উন্নত মানের কাগজে (সাদা কাগজে) বই পড়লে নাকি শিক্ষার্থীদের চোখে সমস্যা হয়। আমরা তার এই বক্তব্যের নিন্দা জানাই। শিক্ষার্থীদের হাতে যথাসময়ে মানসম্মত বই তুলে দিতে না পারার ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত।