বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে বলেন , বর্তমান আওয়ামীলীগ সরকার জনগনের সরকার, এই সরকারকে ধাক্কা মেরে ফেলে দেওয়া এত সোজা নয়।
রবিবার (২৪ সেপ্টেম্বর) রাঙ্গামাটি পার্বত্য জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনসমুহ কর্তৃক আয়োজিত তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব উল আলম হানিফ এসব কথা বলেন।
রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপির সভাপতিত্বে ও জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক হাজী মো: মুছা মাতব্বরের সঞ্চালনায় রবিবার সকাল সাড়ে ১১টায় জেলার ক্ষুদ্র নৃ তাত্ত্বিক গোষ্ঠীর ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত তৃণমূল প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম আমিন, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ সহ সভাপতি চিংকিউ রোয়াজা, সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, রাজস্থলী উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনছুর আলী, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুছাইন চৌধুরী, বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি মো: আলী হোসেন, বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা, কাউখালী উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক এরশাদ সরকার, লংগদু উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক বাবুল দাশ বাবু,নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, জুরাছড়ি উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমা, বাঘাইছড়ি পৌরসভা মেয়র মো: জমির হোসেন প্রমুখ।
এই তৃণমূল প্রতিনিধি সম্মেলনে মাহবুব উল আলম হানিফ বলেন, জনগন দ্বারা প্রত্যাঘাত হয়ে বিএনপি-জামাত বিএনপি-জামাত অতীতের মতো পেট্রোল বোমা মেরে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। বিএনপি-জামাতের এই ষড়যন্ত্র জনগন সফল হতে দিবেনা। জনগনের সমর্থন না থাকলেও বিএনপি-জামাতের সাথে রয়েছে তাদের বিদেশী প্রভুর ষড়যন্ত্র। তারা এই বিদেশী প্রভুর সাথে চক্রান্ত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্থ করার ষড়যন্ত্রে লিপ্ত।
তিনি আরো বলেন, দেশের জনগন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে এবং থাকবে। শেখ হাসিনার নেতৃত্বে বিগত ১৫ বছরে সারাদেশে ব্যাপক উন্নয়ন সাধিত হলেও বিএনপি-জামাত এসব উন্নয়ন দেখে না, তারা বুদ্ধি প্রতিবন্ধী ও চোখ থাকিতেও অন্ধ। সভায় জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভার শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
তৃণমূল সভায় সাংগঠনিক রিপোর্ট পেশ করেন জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক হাজী মো: মুছা মাতব্বর এবং শোক প্রস্তাব পাঠ করেন জেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক মো: রফিক আহমদ তালুকদার।