আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি সাবেক ক্লাব পিএসজিতে অবহেলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন। মেসির ভাষ্য, বিশ্বকাপ জয়ের পর কেবল তাকেই পিএসজি কোনো সম্মান জানায়নি। অথচ তার অন্য আর্জেন্টাইন সতীর্থদের সম্মানিত করা হয়েছে।
আর্জেন্টাইন সাংবাদিককে দেওয়া মেসির ওই মন্তব্যের কড়া জবাব দিয়েছেন পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি। তিনি জানিয়েছেন, মেসিকে যথাসাধ্য অভ্যর্থনা জানিয়েছেন তারা। কিন্তু ফ্রান্সের রাজধানীর ক্লাব হয়ে স্টেডিয়ামে সংবর্ধনা দেওয়া ভালো দেখাত না।
নাসের আল খেলাইফি বলেছেন, “আমরা একটি ভিডিও প্রকাশ করেছিলাম। আপনারা সবাই সেটি দেখেছে (সংবর্ধনা দিয়েছি কি-না)। মেসিকে নিয়ে আমরা অনুশীলনের সময় উদযাপন করেছি। এমনকি ব্যক্তিগতভাবে আমরা তার সঙ্গে তার বিশ্বকাপ উদযাপন করেছি।”
দেশকে বিশ্বকাপ জেতানোর পর প্যারিসে ফিরে যান মেসি। তারপরের অবস্থা সম্পর্কে ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, “আমিই ছিলাম স্কোয়াডে ২৫ জনের মধ্যে একমাত্র খেলোয়াড়, যে (ক্লাবের) কোনো স্বীকৃতি পাইনি। এটা বোধগম্য ছিল। আমাদের (আর্জেন্টিনা) জন্য তারা (ফ্রান্স) বিশ্বকাপ ধরে রাখতে পারেনি।”
ফ্রান্স সমর্থকদের সামনে প্রতিপক্ষ খেলোয়াড়কে অভ্যর্থনা জানানোর সাহস করেনি পিএসজি। বিষয়টি ব্যাখ্যা করে খেলাইফি বলেন, “আর্জেন্টিনা ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতেছে। ফ্রান্সের রাজধানীর ক্লাব হয়ে আমরা যদি স্টেডিয়ামে তাকে (মেসি) সংবর্ধনা দিতাম সেটি ভালো দেখাত না। তাছাড়া মেসির পিএসজি সতীর্থদের প্রতি সম্মান দেখানোও জরুরি ছিল।”