শুবমান গিল ও শ্রেয়াস আইয়ারের সেঞ্চুরিতে রবিবার বৃষ্টি বিঘ্নিত একদিনের আন্তর্জাতিক ম্যাচে অস্ট্রেলিয়াকে ৯৯ রানে পরাজিত করে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে ভারত।
এদিন শুবমান গিল ও শ্রেয়াস আইয়ারের জোড়া সেঞ্চুরির সঙ্গে লোকেশ রাহুল ও সূর্যকুমারের হাফ সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩৯৯ রান করে ভারত।
টসে জিতে ফিল্ডিং নেওয়া অস্ট্রেলিয়া কঠিন লক্ষ্যে নেমে দ্বিতীয় ওভারেই প্রসিদ্ধ কৃষ্ণার জোড়া আঘাতে চাপে পড়ে।
৯ রানের মধ্যে ম্যাথু শর্ট ও স্টিভ স্মিথকে পরপর দুই বলে ফেরান প্রসিদ্ধ। ৯ ওভারের খেলা শেষে দ্বিতীয় দফায় নামে বৃষ্টি। ঘণ্টাখানেক পর ম্যাচের দৈর্ঘ্য কমে যায়।
৩৩ ওভারে অজিদের লক্ষ্য দাঁড়ায় ৩১৭ রান। বিরতির পর ২ উইকেটে ৫৬ রানে খেলতে নামে সফরকারীরা।
দুই স্পিনার রবীন্দ্র জাদেজা আর রবিচন্দ্রন অশ্বিনের চোখ রাঙানো বোলিংয়ে ১৪০ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া।
যদিও জশ হ্যাজেলউড ও শন অ্যাবট কিছুটা লড়াইয়ের আভাস দেন। নবম উইকেটে দুজনে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ ৭৭ রানের জুটি গড়েন।
তবে হ্যাজেলউডকে ফিরিয়ে দেন মোহাম্মদ শামি। এক ওভার পরেই ইনিংস সেরা ৫৪ রান করা অ্যাবটকে আউট করলে ভারতের জয় নিশ্চিত হয়।
২৮.২ ওভারে ২১৭ রানে অলআউট হয় সফরকারীরা।
জাদেজা ও অশ্বিন সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন শ্রেয়াস।
বুধবার শেষ ওয়ানডেতে মাঠে নামবে অস্ট্রেলিয়া ও ভারত।