তিনদিনের সফরে আজ বুধবার বিকেলে পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সফরকালে তিনি ৫০০ শয্যার পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভিত্তিপ্রস্তর স্থাপনসহ নৌকা বাইচ প্রতিযোগিতা অবলোকন করবেন।
দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দ্বিতীয় বারের মতো নিজ জেলা পাবনাতে ৩দিনের জন্য সফরে যাচ্ছেন। বুধবার বিকেলে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে তিনি পাবনা যাবেন।
তার আগমন উপলক্ষে জেলায় সাজ সজ্জাসহ সৌন্দর্য বর্ধনের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে নির্মাণ করা হয়েছে তোরণ। এর পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ স্থান শোভা পাচ্ছে দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছা ব্যানার ও ফেস্টুনে।
বুধবার ২৭ সেপ্টেম্বর বিকালে তিনি হেলিকপ্টার যোগে ঢাকা থেকে পাবনায় শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে নামবেন। এরপর তিনি পাবনা সার্কিট হাউজে অবস্থান করে রাত্রিযাপন করবেন। আগামীকাল ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় পাবনা হিমায়েতপুরে অবস্থিত ৫০০ শয্যা বিশিষ্ট পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
এদিন বিকালে সাঁথিয়া উপজেলার ইছামতি নদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে যোগদান করবেন তিনি। তার পরদিন শুক্রবার তিনি পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন।
রাষ্ট্রপতির আগমন উপলক্ষে জেলার মহাসড়ক থেকে শুরু করে তার আগমন স্থানগুলোতে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এদিকে, রাষ্টপতি নৌকা বাইচ অবলকন করতে যাওকে কেন্দ্র করে সাঁথিয়া বাসি ও দলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গেছে। জেলার সর্বস্তরের মানুষ ও দলীয় নেতাকর্মীরা তাকে বরণ করে নেয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন।
এদিকে, পাবনা বাসির দীর্ঘদিনের প্রত্যাশিত ৫শো’ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করার সংবাদে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীসহ স্থানীয়দের মধ্যে।