বরিশালে বিএনপির গণঅবস্থান কর্মসূচি চলাকালে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হয়েছে। এতে কয়েকজন সামান্য আহত হয়েছেন। পরে বিএনপি নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। তবে নেতারা বলেছেন বিষয়টি খুবই সাধারণ, গুরুতর কিছু না।
বুধবার বিকেল ৩টার দিকে সদর রোডে জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচির মঞ্চের সামনে কেন্দ্রীয় নেতাদের বক্তব্য চলাকালে এই হাতাহাতির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলেন, বরিশাল নগরের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আবু তাহের ও তার অনুসারীদের সঙ্গে জেলা স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীদের মঞ্চের সামনে বসা ও স্লোগান দেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই গ্রুপ হাতাহাতিতে জড়ায়।
এ সময় উভয় পক্ষের ৪-৫ জন আহত হয়েছেন। মঞ্চ থেকে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু এবং মহানগর বিএনপির কয়েকজন নেতা তাৎক্ষনিক এসে পরিস্থিতি শান্ত করেন। এ ঘটনা প্রসঙ্গে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ন কবির বলেন, মঞ্চের সামনে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন কর্মীর মধ্যে কথা কাটাকাটি হয়েছে, তেমন বড় কিছু হয়নি।
জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল আহসান বলেন, দলীয় কর্মসূচিতে শৃঙ্খলা ভঙ্গকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু বলেন, গণঅবস্থান কর্মসূচি চলাকালে কয়েকজন ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল কর্মীর মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে। এতে কর্মসূচি ব্যাহত হয়নি।