বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের সূচি প্রকাশ
ছবি- সংগৃহীত

ক্রিকেট বিশ্বমঞ্চে ব্যস্ত সময় পাড় করছে বাংলাদেশ জাতীয় দল। বৈশ্বিক এই আসরে খেলতে এরই মধ্যে বিশ্বমঞ্চের দুই ম্যাচের ভেন্যু ধর্মশালায় পৌঁছে গেছে টাইগাররা।

এদিকে ৫০ ওভারের বিশ্বকাপ চলাকালেই শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ এইচপি দল। এই সফরের মধ্য দিয়ে প্রায় দুই বছরের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। কেননা, দীর্ঘ এই সময় পর শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের আতিথেয়তা পেতে যাচ্ছে লাল-সবুজেরা।

এই সফরে তিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ এইচপি দল। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের মাঝামাঝি সময়ে শ্রীলঙ্কায় যাবে টিম টাইগার্স। লঙ্কা সফরে প্রথমে ওয়ানডে এবং এরপর অনুষ্ঠিত হবে চারদিনের ম্যাচগুলো। জানা গেছে, ১৪ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত হতে পারে লাল-সবুজের প্রতিনিধিদের শ্রীলঙ্কা সফর।

এ বিষয়ে টাইগারদের নির্বাচক হাবিবুল বাশার সুমনের ভাষ্য, এইচপি স্কোয়াডে যে ক্রিকেটাররা রয়েছে, তাদের মধ্য থেকে সেরাদের নিয়েই দল গড়া হবে। সাদা ও লাল বলের দলে খুব বেশি পরিবর্তন থাকবে না।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের সূচি প্রকাশ

বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের সূচি প্রকাশ
ছবি- সংগৃহীত

ক্রিকেট বিশ্বমঞ্চে ব্যস্ত সময় পাড় করছে বাংলাদেশ জাতীয় দল। বৈশ্বিক এই আসরে খেলতে এরই মধ্যে বিশ্বমঞ্চের দুই ম্যাচের ভেন্যু ধর্মশালায় পৌঁছে গেছে টাইগাররা।

এদিকে ৫০ ওভারের বিশ্বকাপ চলাকালেই শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ এইচপি দল। এই সফরের মধ্য দিয়ে প্রায় দুই বছরের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। কেননা, দীর্ঘ এই সময় পর শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের আতিথেয়তা পেতে যাচ্ছে লাল-সবুজেরা।

এই সফরে তিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ এইচপি দল। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের মাঝামাঝি সময়ে শ্রীলঙ্কায় যাবে টিম টাইগার্স। লঙ্কা সফরে প্রথমে ওয়ানডে এবং এরপর অনুষ্ঠিত হবে চারদিনের ম্যাচগুলো। জানা গেছে, ১৪ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত হতে পারে লাল-সবুজের প্রতিনিধিদের শ্রীলঙ্কা সফর।

এ বিষয়ে টাইগারদের নির্বাচক হাবিবুল বাশার সুমনের ভাষ্য, এইচপি স্কোয়াডে যে ক্রিকেটাররা রয়েছে, তাদের মধ্য থেকে সেরাদের নিয়েই দল গড়া হবে। সাদা ও লাল বলের দলে খুব বেশি পরিবর্তন থাকবে না।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত