সিরাজগঞ্জের সলঙ্গায় “প্রিয় সলঙ্গার গল্প” নামে একটি অনলাইন ফেসবুক গ্রুপের উদ্যোগে শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে সলঙ্গা থানা সদরের হাজী মহির উদ্দিন সুপার মার্কেটে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী কে.এম আমিনুল ইসলাম হেলালের সভাপতিত্বে এস.এম ফারুক হায়দারের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল আরাফাহ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জ মোঃ নুরুল ইসলাম উজ্জ্বল।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফেসবুক গ্রুপের চিফ এডমিন মোঃ শাহ আলম, এডমিন মোঃ হারুনর রশিদ ও শাহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোখলেছুর রহমান, জি আর কলেজের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল মান্নানসহ আরো অনেকে।
গ্রুপের সাথে সংশ্লিষ্ট এডমিন ও মডারেটররা বলেন, ফেসবুক গ্রুপে সংযুক্ত সদস্যদের আর্থিক সহযোগিতায় প্রিয় সলঙ্গার গল্প নামে গ্রুপটি একের পর এক মানবিক কাজ করতে পারছে। আগামী দিনগুলোতেও এরকম মানবিক কাজ চলমান থাকবে।