অতি বৃষ্টির কারণে কর্মী-সমর্থকদের দুর্ভোগ ও দেশবাসীর বিড়ম্বনার কথা বিবেচনা করে আগামীকালের শনিবার (৭ অক্টোবর) রাজধানীর কাওলায় অনুষ্ঠেয় জনসভা স্থগিত করেছে আওয়ামী লীগ।
শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দফতর সম্পাদক উইয়িলিয়াম প্রলয় সমাদ্দার গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।
ক্ষুদে বার্তায় বলা হয়, অতি বৃষ্টির জন্য কর্মী-সমর্থকদের দুর্ভোগ ও দেশবাসীর বিড়ম্বনার কথা বিবেচনা করে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (৭ অক্টোবর) কাওলা সিভিল এভিয়েশন- মাঠের বিশাল জনসমাবেশটি স্থগিতের নির্দেশ দিয়েছেন।
তিনি জানান, উদ্বোধনের সুধী সমাবেশ— যা এয়ারপোর্টের ভেতরে অনুষ্ঠানমালার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। শুধু বাইরে কাওলা মাঠে যে জনসমাবেশ হওয়ার কথা ছিল, সেটি স্থগিত করা হয়েছে।
সমাবেশটি এক সপ্তাহ পিছিয়ে আগামী ১৪ অক্টোবর (শনিবার) দুপুর ২টায় একই স্থানে অনুষ্ঠিত হবে বলেও নগর আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে।